IPL 2024: ইতিহাস বলছে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়ে না, কেকেআর বনাম রাজস্থান মহারণে কারা এগিয়ে?
KKR vs RR: এক ম্য়াচ কম খেলেছে কেকেআর। তারা ৪ ম্য়াচ খেলে তিনটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে রাজস্থান রয়্যালস ৫ ম্য়াচ খেলে ৪ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।
কলকাতা: ইডেনে আরও একটা হাড্ডাহাড্ডি মহারণ। কেকেআর (Kolkata Knight Riders) আরও একবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আইপিএলে। আজ সামনে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পয়েন্ট টেবিলে একের বিরুদ্ধে দুইয়ের লড়ই। এক ম্য়াচ কম খেলেছে কেকেআর (Kolkata Knight Riders)। তারা ৪ ম্য়াচ খেলে তিনটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। অন্য়দিকে রাজস্থান রয়্যালস (Rajsthan Royals) ৫ ম্য়াচ খেলে ৪ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে। আজ কেকেআর যদিও স্যামসন বাহিনীকে হারিয়ে দিতে পারে, তবে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে শীর্ষে উঠে আসবে।
২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছিল। সেই থেকে এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে দু দল মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর ১৪ বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ১৩ বার জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছে ২ দলের মুখোমুখি মহারণে। ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট ৯ বার মুখোমুখি হয়েছে কেকেআর ও রাজস্থান। তার মধ্যে কেকেআর অবশ্য ৬ বার জয় ছিনিয়ে নিয়েছে। ৩ বার জয় ছিনিয়ে নিয়েছে সঞ্জু স্যামসন।
শেষ ২ ম্য়াচে খেলেননি নীতিশ রানা। যদিও তাঁকে ফিট ঘোষণা করা হয়েছিল। আজ তাঁকে একাদশে ফেরানো হয় কি না তা দেখার। স্যামসনের বিরুদ্ধে নারাইনের ঘূর্ণি কিন্তু অস্ত্র হতে পারে নাইটদের। আইপিএলে ইডেনে এখনও পর্যন্ত নারাইনের বিরুদ্ধে ৮২ বল খেলে ৬৬ রান করেছেন। তিনবার আউটও হতে হয়েছে রাজস্থান অধিনায়ককে।
রাজস্থান শিবরে আগের ম্য়াচে না খেলা অশ্বিনকে খেলানো হতে পারে প্রথম একাদশে। ইডেনে বেশ কিছুক্ষণ নেটে ব্য়াটিং অনুশীলন করেন তামিলনাড়ুর অভিজ্ঞ ক্রিকেটার। ইডেনের পিচে অশ্বিনের সঙ্গে চাহালের ঘূর্ণি মাঝের ওভারগুলোয় রাসেলদের থামানোর জন্য রাজস্থানের অস্ত্র হতে পারে। আগের ম্য়াচে বাটলার খেলেননি। কিন্তু ইডেনে অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছিলেন। সেক্ষেত্রে আশা করাই যায় যে বাটলার হয়ত একাদশে খেলবেন।
আইপিএলে রাজস্থান একমাত্র ম্য়াচ হেরেছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। তাও সেদিন প্রায় জেতা ম্য়াচ হেরে আসতে হয়েছিল রাজস্থান শিবিরক। অন্যদিকে কেকেআর তাদের একমাত্র ম্য়াচ হেরেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ধোনিদের ঘরের মাঠে গিয়ে। তবে শেষ ম্য়াচে লখনউ সুপারজায়ান্টসকে হারিয়ে ম্য়াচ চনমনে গম্ভীর শিবির। আজ কি হবে?