(Source: ECI/ABP News/ABP Majha)
Rohit Sharma: আইপিএল ২০২৪-ই মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে রোহিত শর্মার শেষ মরশুম!
Mumbai Indians: রোহিতকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স সদ্যই হার্দিক পাণ্ড্যকে দলরে অধিনায়ক ঘোষণা করেছে।
নয়াদিল্লি: আইপিএলের (IPL) সফলতম অধিনায়ক তিনি। তবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) জমানার অবসান ঘটেছে। আসন্ন মরশুমের জন্য হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) পল্টনদের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এরপরেই জল্পনা শোনা যাচ্ছে আসন্ন মরশুমের পর রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর নাও খেলতে পারেন।
ইতিমধ্যেই রোহিতের বয়স ৩৬ পেরিয়েছে। তার উপর আবার ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম আয়োজিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী যে কোনও ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের আগে সর্বাধিক চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যার মধ্যে তিনজন ভারতীয় এবং একজন বিদেশি। নেতৃত্ব বদলের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে মধ্যমণি করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে না। তাঁর বয়সও হয়েছে। তাই পল্টনরা তাঁরা আদৌ আর রিটেন করবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
To new beginnings. Good luck, #CaptainPandya 💙 pic.twitter.com/qRH9ABz1PY
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
রোহিত কিন্তু অতীতে জানিয়েছিলেন যে তিনি মুম্বই ইন্ডিয়ান্স বাদে অন্যত্র আর খেলতে আগ্রহী নন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নির্মম তথা পেশাদার দুনিয়ায় রোহিত কি অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে বাধ্য হয়েই খেলতে নামবেন? সেটা কিন্তু সময়ই বলবে। তবে মুম্বইয়ের নেতৃত্ব বদল কিন্তু সেই জল্পনাকে উস্কে দিচ্ছে।
1⃣0⃣ Years, 6⃣ Trophies
— Mumbai Indians (@mipaltan) December 15, 2023
1⃣ Mumbai Cha ℝ𝕒𝕛𝕒!
𝐑𝐎𝐇𝐈𝐓 𝐒𝐇𝐀𝐑𝐌𝐀! 💙
Read more ➡️https://t.co/t3HIaC8C9f pic.twitter.com/Kt7FoBLJCI
উপরন্তু, মুম্বইয়ের নেতৃত্ব বদলের পোস্টে মুম্বইয়ের কোচিংয়ের হেড মাহেলা জয়বর্ধনে রোহিতকে এতদিন ধরে দলকে নেতৃত্ব দেওয়া এবং দলের সাফল্যের জন্য ধন্যবাদ জানালেও, রোহিতের কোনও বক্তব্য পোস্টে ছিল না। তাই অধিনায়কত্ব বদলের বিষয়ে তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির ঠিক কী কথোপকথন হয়েছে সেই বিষয়েও এখনও কিছুই জানা যায়নি। শেষ কয়েক মরশুমে ব্যাটার রোহিত আইপিএলে নিজের সেরাটা দিতে পারেননি। হার্দিককে দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় এবার অবশ্য তিনি অধিনায়কের চিন্তাভাবনা ছেড়ে শুধু নিজের খেলায় মনোনিবেশ করতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: ধোনির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ এনেছিলেন, এবার জেল হতে চলেছে সেই আইপিএস অফিসারের