IPL 2024: রোহিতের ডেরায় আজ ধোনি ধামাকার অপেক্ষা, আইপিএলের মঞ্চে কার পাল্লা ভারী?
MI vs LSG: মহেন্দ্র সিংহ ধােনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল রুতুরাজ গায়কোয়াডকে।
মুম্বই: আইপিএলের (IPL 2024) ইতিহাসে সবচেয়ে সফল দুটো দল। পাঁচবার করে ট্রফি জিতেছে দুটো দলই। মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বে খেতাব ঘরে তুলেছে সিএসকে (Chennai Super Kings) শিবির। অন্য়দিকে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ট্রফি জিতেছে। তবে মুখোমুখি মহারণ কি বলছে? আজকের দ্বৈরথের আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেদিকে-
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের মোট ম্য়াচ: ৩৬
মুম্বই ইন্ডিয়ান্স জয়ী: ২০
চেন্নাই সুপার কিংস জয়ী: ১৬
ওয়াংখেড়েতে দু দলের মুখোমুখি সাক্ষাৎ: ১১
মুম্বই ইন্ডিয়ান্স জয়ী: ৭
সিএসকে জয়ী: ৪
মহেন্দ্র সিংহ ধােনি চলতি মরশুম শুরুর ২ দিন আগে আচমকা নেতৃত্বভার ছেড়ে দিয়েছিলেন। তার বদলে চেন্নাই শিবির অধিনায়ক বেছে নিয়েছিল রুতুরাজ গায়কোয়াডকে। অন্য়দিকে রোহিত শর্মাকে এবার টুর্নামেন্টের আগেই নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই শিবির। তার বদলে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে প্রথম বছরেই দলকে চ্য়াম্পিয়ন করেছিলেন হার্দিক। দ্বিতীয় মরশুমে গুজরাত রানার্স আপ হয়েছিল। তাই সেই সাফল্যের ধারা বজায় রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্স চেয়েছিল হার্দিকের কাঁধে দায়িত্ব সপে দিতে। কিন্তু বঢোদরার অলরাউন্ডার অধিনায়ক হিসেবে প্রথম তিন ম্য়াচেই ব্যর্থ হয়েছিলেন।
View this post on Instagram
ওয়াংখেড়েতে ঘরের মাঠেও চেন্নাইয়ের বিরুদ্ধে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে রয়েছে মুম্বই শিবির। কিন্তু গত বছর হোম ও অ্যাওয়ে দুটো ম্য়াচেই মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে মাঠ ছোট। এখানে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই প্রবল। শিশির একটা ফ্যাক্টর ম্য়াচে। তাই রান তাড়া করতে চাইবে যে কোনও দলই।
মুম্বই তাদের আগের ম্য়াচের একাদশে কোনও বদল হয়ত করতে চাইবে না। সেক্ষেত্রে শ্রেয়স গোপালকেই খেলানো হবে পীযূশ চাওলার পরিবর্তে। অন্য়দিকে বুমরা তো রয়েইছেন। ব্যাট হাতে সূর্যকুমার যাদবকে এই ম্য়াচেও ইম্প্য়াক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে। সিএসকে শিবিরে অবশ্য চোট আঘাতের কোনও খবর নেই। পাথিরানার পরিবর্তে মুস্তাফিজুরকেই খেলানো হবে একাদশে।