MI vs SRH LIVE Score: সূর্যকুমারের সেঞ্চুরি, হায়দরাবাদকে ৭ উইকেটে হারাল মুম্বই, ম্যাচের লাইভ আপডেট

IPL 2024, MI vs SRH LIVE Score: পয়েন্ট তালিকায় ৯ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। খাতায় কলমে বেঁচে রইল প্লে অফের ক্ষীণ সম্ভাবনা।

ABP Ananda Last Updated: 06 May 2024 11:13 PM
IPL Live: ৫১ বলে সেঞ্চুরি সূর্যকুমারের

৫১ বলে সেঞ্চুরি সূর্যকুমারের। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে খাতায় কলমে টিকে রইল মুম্বই ইন্ডিয়ান্স।

MI vs SRH Live: ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৪৯/৩

১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৪৯/৩। ৪৬ বলে ৮১ রানে অপরাজিত সূর্যকুমার।

MI vs SRH Live: ৩০ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমারের

৩০ বলে হাফসেঞ্চুরি সূর্যকুমারের। ১৩ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১১৯/৩।

IPL Live: ৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৮৩/৩

৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৮৩/৩। ক্রিজে সূর্যকুমার ও তিলক বর্মা।

IPL Live Score: ৫ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৩৬/৩

মাত্র ৪ রান করে কামিন্সের শিকার রোহিত। নমন ধীরকে ফেরালেন ভুবনেশ্বর। ৫ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৩৬/৩।

MI vs SRH Live: জানসেনের বলে ফিরলেন ঈশান

৭ বলে ৯ রান করে মার্কো জানসেনের বলে ফিরলেন ঈশান। ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৭/১।

MI vs srh Live: ২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ১৭৩/৮

২০ ওভারে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ১৭৩/৮। ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ভেসে থাকতে ১৭৪ রান তুলতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকে।

IPL Live Updates: ১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৮/৮

মার্কো জানসেনকে (১৭) ফেরালেন হার্দিক। চাওলার বলে আউট সামাদ। ১৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ১৪৮/৮।

IPL Live Score: হার্দিকের দ্বিতীয় শিকার, হায়দরাবাদ ১২০/৬

দ্বিতীয় উইকেট পেলেন হার্দিক পাণ্ড্য। শাহবাজ আহমেদকে ফেরালেন তিনি। ১২০ রান বোর্ডে তুলতে ৬ উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ।

MI vs SRH Live: ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৬/৪

৩০ বলে ৪৮ রান করে ফিরলেন হেড। ২০ রান করে নীতিশ রেড্ডি ফিরলেন হার্দিকের বলে। ক্রিজে হেনরিখ ক্লাসেন ও মার্কো জানসেন। ১২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৯৬/৪।

IPL Live Score: ৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭১/২

৪৪ রানের মাথায় ফের ক্যাচ পড়ল হেডের। ৫ রানে বোল্ড ময়ঙ্ক অগ্রবাল। ৮ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৭১/২।

MI vs SRH Live : হায়দরাবাদকে প্রথম ধাক্কা বুমরার

অভিষেক শর্মাকে (১১ রান) ফিরিয়ে হায়দরাবাদকে প্রথম ধাক্কা বুমরার। ৬ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫৬/1।

MI vs SRH Live: ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫১/০

২৪ রান করে কম্বোজের বলে বোল্ড হয়ে গিয়েও নো বল হওয়ায় বেঁচে গেলেন ট্র্যাভিস হেড। ১৯ বলে ৩৩ রানে ক্রিজে তিনি। ৫ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ৫১/০।

IPL Live Score: ২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২১ রান

২ ওভারের শেষে হায়দরাবাদের স্কোর বিনা উইকেটে ২১ রান। 

MI vs SRH Live: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হার্দিকের

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করবে সানরাইজার্স হায়দরাবাদ।

IPL Live Score: আজ বেঁচে থাকার লড়াই মুম্বইয়ের

বর্তমানে লিগ তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটা মুম্বইয়ের কাছে শুধু পাল্টা দেওয়ার লড়াই নয়, লড়াইটা নিজেদের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখারও। ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে পল্টনরা। আজকের ম্যাচ হারলেই খাতায় কলমেও প্রথম দল হিসাবে মুম্বইয়ের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে।

প্রেক্ষাপট

মুম্বই: এ বারের আইপিএল (IPL 2024) মরশুমে দুই দলের গত সাক্ষাৎকার সমর্থকদের মনে অবিস্মরণীয় হয়ে আছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের (MI vs SRH) সেই ম্যাচে আইপিএলে রানের রেকর্ড ভেঙে গিয়েছিল। দুই দলের ব্যাটাররা ৫০০-র অধিক রানও করেছিলেন। ব্যাটিং সহায়ক মুম্বই পিচেও কি ফের রানের বন্যা দেখতে পাওয়া যাবে? 


বর্তমানে লিগ তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটা মুম্বইয়ের কাছে শুধু পাল্টা দেওয়ার লড়াই নয়, লড়াইটা নিজেদের প্লে-অফে পৌঁছনোর আশা জিইয়ে রাখারও। ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে পল্টনরা। আজকের ম্যাচ হারলেই খাতায় কলমেও প্রথম দল হিসাবে মুম্বইয়ের প্লে-অফের আশা শেষ হয়ে যাবে। অপরদিকে, সানরাইজার্স গত ম্যাচে কোনওক্রমে এক রানে জিতে নাগাড়ে দুই ম্যাচ হারের পর জয়ের সরণিতে ফিরেছে। সেই জয়ের ধারা অব্যাহত রেখে প্লে-অফের পথে আরও এগিয়ে যাওয়ার হাতছানি সানরাইজার্সদের সামনে।


মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ জিততে হলে তাদের দুই সবথেকে বড় তারকা রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরার ছন্দে থাকাটা ভীষণই জরুরি। বুমরা কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ফর্মে ছিলেন। তিন উইকেট নেন বুম বুম। দলের করুণ পরিস্থিতি হলেও তিনি কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তবে ছবিটা প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ক্ষেত্রে ভিন্ন। টুর্নামেন্টের শুরুটা দারুণভাবে করলেও হালে তাঁর ব্যাট থেকে বড় ইনিংস আসেনি। শুরুর ছয় ম্যাচে রোহিত যেখান ১৬৭.৩১ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছিলেন, সেখানে গত পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৫ রান। হালকা চোটও রয়েছে তাঁর। সেই কারণেই কেকেআরের বিরুদ্ধে ইমপ্যাক্ট সাবের ভূমিকায় দেখা যায় তাঁকে। তাঁর ফিটনেসের দিকে নজর থাকবে এই ম্যাচে। 


সানরাইজার্সের ক্রিকেটাররা গোটা মরশুম জুড়েই নিজেদের আগ্রাসী মনোভাবে নজর কেড়েছেন। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ম্যাচের পর ম্যাচ দলের হয়ে অনবদ্য শুরুটা করে দিয়েছেন। হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডিরাও ভাল ফর্মে। তবে যার দিকে সবথেকে বেশি নজর থাকবে, তিনি টি নটরাজন। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। সূর্য, টিম ডেভিডের মতো ক্ষুরধার পাওয়ার হিটারদের বিরুদ্ধে কিন্তু নটরাজনকে কড়া পরীক্ষার সম্মুখীন হতে হবে। লিগ টেবিল যাই বলুক না কেন, দুই দলে তারকার কমতি নেই। তাই লড়াইটাও হাড্ডাহাড্ডি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধর্মশালায় পাঞ্জাবের বিরুদ্ধে সর্বকালীন ইতিহাস গড়লেন সিএসকে তারকা ধোনি

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.