RCB vs DC LIVE Score: ১৪০ রানে গুটিয়ে গেল দিল্লি, ৪৭ রানে ম্য়াচ জিতে প্লে অফের দৌড় জমিয়ে দিল আরসিবি
IPL 2024 RCB vs DC LIVE Score: পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখা হয়, তবে দেখা যাবে যে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে দিল্লি। তারা এই মুহূর্তে পাঁচ নম্বর পজিশনে রয়েছে।
LIVE
Background
চিন্নাস্বামীর যে পিচে সাধারণত খেলা হয়, তা ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এই মাঠে সাধারণত বড় রান বোর্ডে ওঠে। বাউন্ডারি সাইজ ছোট। কিন্তু বৃষ্টি একটা বড় ইস্যু হতে পারে।
পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখা হয়, তবে দেখা যাবে যে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে দিল্লি। তারা এই মুহূর্তে পাঁচ নম্বর পজিশনে রয়েছে। এছাড়া শেষ চার ম্য়াচে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে পন্থের দল। দিল্লির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জ্য়াক ফ্রেসার ম্য়াকগুর্ক। পন্থ নিজেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া অভিষেক পোড়েল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবদান রেখেছেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি এক্স ফ্যাক্টর দলের। আরসিবি শিবিরে বিরাট কোহলি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে শীর্ষেই রয়েছেন কিং কোহলি। এছাড়াও উইল জ্যাকস রানের মধ্যে ফিরেছেন। আরসিবি ১২ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গতকাল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। এই মরশুমে নিজেদের শেষ হোম ম্য়াচ খেলতে নেমেছিল কেকেআর। সেখানেই জয় ছিনিয়ে নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল তারা। কিন্তু এখন আর কোনও দল প্লে অফ পাকা করতে পারেনি।
RCB vs DC Live Score: হার দিল্লির
৪৭ রানে জয় আরসিবির। ১৪০ রানে অল আউট হয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
RCB vs DC Live: দিল্লির সপ্তম উইকেটের পতন
দিল্লির সপ্তম উইকেটের পতন। এখনও ৩০ বলে ৬১ রান প্রয়োজন ম্য়াচ জিততে। অর্ধশতরান করে একা লড়ছেন অক্ষর পটেল।
RCB vs DC Live Score: আউট হোপ
২৯ রান করে লকি ফার্গুসনের বলে করণ শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হলেন শাই হোপ।
RCB vs DC Live: দ্রুত চার উইকেট হারাল দিল্লি
মাত্র ২ রান করে কুমার কুশাগ্র সিরাজের বলে লেগবিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। চার উইকেট হারিয়ে চাপে দিল্লি ক্যাপিটালস।
RCB vs DC Live Score: আউট ম্য়াকগুর্ক
দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেন ফর্মে থাকা ব্যাটার জ্যাক ফ্রেসার ম্য়াকগুর্ক। ৮ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি।