(Source: ECI/ABP News/ABP Majha)
IPL: দিল্লির চূড়ান্ত রিটেনশন তালিকায় নেই পন্থ? অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে?
IPL 2025: পন্থ নাকি দিল্লির অধিনায়কত্ব চেয়েছিলেন। যা তিনি গত কয়েক মরশুম ধরে করে আসছেন। কিন্তু দিল্লির কর্মকর্তাদের একাংশ তাঁকে নেতৃত্বভার দিতে নারাজ।
নয়াদিল্লি: আগামী আইপিএলের আগেই দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে ঋষভ পন্থের। অন্তত সম্ভাবনা সেদিকেই। দিল্লির রিটেনশনের যে তালিকা তাতে নাকি পন্থের নামই নেই। সূত্রের খবর, দিল্লি ফ্র্যাঞ্চাইজি অক্ষর পটেল, কুলদীপ যাদব, ত্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে রিটেইন করতে চলেছে। আবার একটা সূত্র বলছে তালিকায় নাম আছে অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জ্য়াক ফ্রেসার ম্য়াকগুর্কও।
সূত্র মারফৎ জানা গিয়েছে পন্থ নাকি দিল্লির অধিনায়কত্ব চেয়েছিলেন। যা তিনি গত কয়েক মরশুম ধরে করে আসছেন। কিন্তু দিল্লির কর্মকর্তাদের একাংশ তাঁকে নেতৃত্বভার দিতে নারাজ। এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ও পন্থের মধ্যে বৈঠকও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পন্থকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নিতে চলেছে দিল্লি ক্যাপিটালস। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্র্যাঞ্চাইজির এক কর্তা জানিয়েছেন, ''ঋষভ পন্থ আগামী আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব চেয়েছিল। কোচ, সাপোর্ট স্টাফ নিয়োগ প্রক্রিয়ায় ঢুকতে চেয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের অনেকেই পন্থের টি টোয়েন্টি ফর্ম্য়াটে অভিজ্ঞতা ও জ্ঞান সম্পর্কে সন্দিহান। তাই ফ্র্যাঞ্চাইজির তরফে সাফ জানানো হয়েছে যে পন্থকে ক্যাপ্টেন হিসেবে ভাবা হচ্ছে না। এই সিদ্ধান্ত এক রাতের মধ্যে নেওয়া হয়নি।''
এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে অক্ষর পটেল। তাঁর অভিজ্ঞতাও তাঁর স্বপক্ষেই কথা বলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য অক্ষর। দীর্ঘদিন ধরে পন্থের মতই দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। পন্থের অনুপস্থিতিতে দিল্লির নেতৃত্বভারও সামলেছেন আগে।
উল্লেখ্য, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর বিকেল পাঁচটার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে রিটেনশন তালিকা জমা দেবে আইপিএলের দশ দল। কেকেআর যে তালিকা জমা দেবে, সেখানে নাকি থাকবে না শ্রেয়সের নাম। যদিও তার পরেও শ্রেয়সকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে নিলামের টেবিল থেকে কেনার বিকল্প থাকবে কেকেআরের হাতে। তবে সেক্ষেত্রে শ্রেয়সের ভাগ্য ঝুলে থাকবে অন্তত আরও এক মাস।
ঘটনা হচ্ছে, কেকেআর অধিনায়ক হিসাবে ভারতীয় কাউকেই দায়িত্ব দিতে চায়। যে কারণে শ্রেয়সই ছিল দলের প্রথম পছন্দ। বিশেষ করে গত আইপিএলে তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। তবে শোনা যাচ্ছে, আরও কয়েকটি দল ভেতর ভেতর শ্রেয়সের সঙ্গে কথা বলেছে। তাঁকে প্রস্তাব দিয়েছে।
শোনা যাচ্ছে, কেকেআরে থাকতে বাড়তি দর চেয়েছিলেন শ্রেয়স। যে দামের প্রস্তাব তিনি অন্য দল থেকে পেয়েছেন। কিন্তু ফর্ম, ফিটনেস মিলিয়ে শ্রেয়সকে সেই দাম দিতে রাজি হয়নি কেকেআর, খবর সূত্রের।