IPL 2024: প্লে অফের দৌড়ে থাকা আরসিবি বনাম দিল্লি দ্বৈরথ আজ, কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
RCB vs DC: এই মরশুমে নিজেদের শেষ হোম ম্য়াচ খেলতে নেমেছিল কেকেআর। সেখানেই জয় ছিনিয়ে নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল তারা। কিন্তু এখন আর কোনও দল প্লে অফ পাকা করতে পারেনি।
বেঙ্গালুরু: চলতি আইপিএলের (IPL 2024) প্রথম দল হিসেবে গতকাল প্লে অফে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গতকাল ইডেন গার্ডেন্সে (Eden Gardens) জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। এই মরশুমে নিজেদের শেষ হোম ম্য়াচ খেলতে নেমেছিল কেকেআর। সেখানেই জয় ছিনিয়ে নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল তারা। কিন্তু এখন আর কোনও দল প্লে অফ পাকা করতে পারেনি। আজ প্লে অফের দৌড়ে আরও একটু এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও দিল্লি ক্যাপিটালস (Royal Challengers vs Delhi Capitals)।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হবে
ম্য়াচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
চিন্নাস্বামীর যে পিচে সাধারণত খেলা হয়, তা ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এই মাঠে সাধারণত বড় রান বোর্ডে ওঠে। বাউন্ডারি সাইজ ছোট। কিন্তু বৃষ্টি একটা বড় ইস্যু হতে পারে।
পয়েন্ট টেবিলের দিকে যদি নজর রাখা হয়, তবে দেখা যাবে যে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে দিল্লি। তারা এই মুহূর্তে পাঁচ নম্বর পজিশনে রয়েছে। এছাড়া শেষ চার ম্য়াচে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে পন্থের দল। দিল্লির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জ্য়াক ফ্রেসার ম্য়াকগুর্ক। পন্থ নিজেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া অভিষেক পোড়েল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অবদান রেখেছেন। দ্রুত রান তোলার ক্ষেত্রে তিনি এক্স ফ্যাক্টর দলের। আরসিবি শিবিরে বিরাট কোহলি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে শীর্ষেই রয়েছেন কিং কোহলি। এছাড়াও উইল জ্যাকস রানের মধ্যে ফিরেছেন। আরসিবি ১২ ম্য়াচে ১০ পয়েন্ট ঝুলিতে পুরেছেন। ফলে তারা পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে। প্লে অফের দৌড় থাকলেও অঙ্ক জটিল আরসিবির জন্য। আর সবচেয়ে বড় কথা নিজেদের সব ম্য়াচ তো জিততেই হবে তাদের।