IPL 2024: ধর্মশালায় আজ ডু অর ডাই ম্য়াচ পাঞ্জাব-বেঙ্গালুরুর, কখন, কোথায় দেখবেন এই মহারণ?
PBKS vs RCB: দুটো দলই ঝুলিতে আট পয়েন্ট করে পুরে নিয়েছে। আরও তিনটি ম্য়াচ খেলবে দুটো দলই। ফলে প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে বাকি ম্য়াচগুলোয় জিততেই হবে দুটো দলকে।
![IPL 2024: ধর্মশালায় আজ ডু অর ডাই ম্য়াচ পাঞ্জাব-বেঙ্গালুরুর, কখন, কোথায় দেখবেন এই মহারণ? IPL 2024: Royal Challengers Bengaluru vs Punjab Kings when and where to watch get to know IPL 2024: ধর্মশালায় আজ ডু অর ডাই ম্য়াচ পাঞ্জাব-বেঙ্গালুরুর, কখন, কোথায় দেখবেন এই মহারণ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/09/93a2d48d0a0db047152f5a9d5253cb021715217766342206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ধর্মশালা: আইপিএল (IPL 2024) একদম শেষ লগ্নে চলে এসেছে। প্রতিটি ম্য়াচই এখন পয়েন্ট টেবিলে থাকা নীচের দিকে দলগুলোর জন্য ডু অর ডাই। আজ আরসিবি (Royal Challengers Bengaluru) মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংসের (Punjab Kings)। ধর্মশালার ২২ গজে বিরাট (Virat Kohli)-রাবাডা (Kagiso Rabada) ডুয়েল। দুটো দলই ঝুলিতে আট পয়েন্ট করে পুরে নিয়েছে। আরও তিনটি ম্য়াচ খেলবে দুটো দলই। ফলে প্লে অফের সম্ভাবনা জিইয়ে রাখতে হলে বাকি ম্য়াচগুলোয় জিততেই হবে দুটো দলকে।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস মুখোমুখি হবে
ম্য়াচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
এখানে মরশুমে প্রথম যে ম্য়াচটি খেলা হয়েছিল সেই পিচ যথেষ্ট স্লো ছিল। পেস বোলাররা ও স্পিনাররা পুরনো বলে সাহায্য পাচ্ছিলেন। দিনের বেলার ম্য়াচ ছিল সেটি। রাতের ম্য়াচে ব্যাটাররা প্রচুর রান সাধারণত তুলে থাকেন। আশা করা যায় আজকের ম্য়াচেও ব্যাটাররা প্রচুর রান তুলতে পারবেন বোর্ডে। তবে নতুন বলে পেসাররা সুবিধে পাবে এই পিচ থেকে।
View this post on Instagram
কেকেআরের বিরুদ্ধে ইডেনে বড় রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু এরপরও তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। শিখর ধবন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর প্রভসিমরন সিংহ ওপেনে নামছেন জনি বেয়ারস্টার সঙ্গে। কিন্তু ইংল্যান্ড তারকা চেনা ফর্মে নেই। ফলে চাপ বেড়ে যাচ্ছে মাঝে মাঝে প্রভসিমরণের ওপর। এছাড়াও শেষ কয়েকটি ম্য়াচ অতিরিক্ত শশাঙ্ক সিংহ ও আশুতোষ শর্মার ওপর নির্ভর করছে দল। ফলে চাপও বাড়ছে। ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে হেরে চাপ বেড়ে গিয়েছে পাঞ্জাব কিংসের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)