IPL 2024: ২৪-এই কাঁধে দলের অধিনায়কত্বের দায়িত্ব, নিজের অনুভূতি ব্যক্ত করে কী বললেন গিল?
Shubman Gill: কেন, রশিদদের থেকে শেখার জন্য উৎসাহী অধিনায়ক শুভমন গিল।
নয়াদিল্লি: সদ্যই আইপিএলের (IPL 2024) ট্রেডিং উইন্ডোতে সাড়া ফেলে দিয়ে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) খেতাবজয়ী অধিনায়ক হার্দিক পাণ্ড্য মুম্বই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। তাঁর পরিবর্তে গুজরাত ফ্র্যাঞ্চাইজির তরফে শুভমন গিলকে (Shubman Gill) দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। শুভমন এবার গুজরাতের অধিনায়ক হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করলেন।
দলের অধিনায়ক, বড় দায়িত্ব। তবে গোটা বিষয়টার সঙ্গে অভ্যস্ত হতে এখনও খানিকটা সময় লাগবে বলেই জানাচ্ছেন গিল। টাইটান্সের পোস্ট করা একটি ভিডিওতে গিলকে বলতে শোনা যায়, 'আমাদের প্রথম ম্যাচের আগে অবধি বোধহয় এই বিষয়টা মেনে নিতে চাপ হবে। এই অনুভূতিটা অবর্ণনীয়। আইপিএল শুরুর সময় আমার বয়স সাত, আট বছর ছিল। আইপিএল খেলা এবং কোনও এক দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্নটা তো সব বাচ্চারা যারা ক্রিকেটার হতে চায় তাদের সকলেরই থাকে।'
অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা এবং নিয়মানুবর্তিতা ওতপ্রোতভাবে জড়িত বলেই মনে করেন গিল। তাঁর মতে, 'আমরা সকলেই তো জানি অধিনায়ক হওয়ার দায়িত্ব আরও অনেক কিছু সঙ্গে করে নিয়ে আসে। দায়বদ্ধতা, কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, সততা এগুলির মধ্যে অন্যতম। আমি দারুণ অধিনায়কদের নেতৃত্বে খেলেছি। ওদের থেকে যা শিখেছি, আমার মনে হয় আইপিএলে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তা আমায় সাহায্য করবে।'
😍 From a dreamy eyed fanboy of the IPL to a captain of the Gujarat Titans! Aapdo Shubman is raring to own his latest designation! Hear his first words from a brand new chapter... 💙#TitansFAM, ready for a new era of leadership? 💙#AavaDe pic.twitter.com/vmIN7I4LQY
— Gujarat Titans (@gujarat_titans) November 29, 2023
মাত্র ২৪-এই অধিনায়ক হওয়ার দায়িত্ব সামলানোটা কিন্তু সহজ নয়। এক্ষেত্রে দলের সতীর্থদের থেকেও শিখতে আগ্রহী ভারতীয় দলের তরুণ তুর্কি। 'আমাদের দলেও অনেক নেতা রয়েছেন। কেন, রশিদ ভাই, শামি ভাই, এমনকী ডেভিড (মিলার), ঋদ্ধি ভাইরা সকলেই রয়েছেন। পথ চলতে চলতে অধিনায়ক হিসাবে ওদের থেকে অনেক কিছু শিখতে পারব। আশা করছি সকলেই অনেক অনেক নতুন স্মৃতি তৈরি করতে পারবে।' বলেন গিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: খেলবেন শুধু টেস্টে, ওয়ান ডে ও টি-২০ থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়াচ্ছেন কোহলি?