IPL 2024: প্লে অফের দৌড়ে থাকতে জিততেই হবে, আজ কখন, কোথায় দেখবেন সানরাইজার্স-লখনউ ম্য়াচ?
SRH vs LSG: নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে প্যাট কামিংসের শিবিরকে। দুটো দলের কাছেই এই ম্য়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হায়দরাবাদ: গতকাল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) জয়ের সঙ্গে সঙ্গে চলতি আইপিএল আরও জমে গিয়েছে। আজ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টসের (Lucknow Supergiants) বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে প্যাট কামিংসের শিবিরকে। দুটো দলের কাছেই এই ম্য়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে অফের দৌড়ে থাকতে হলে জিততেই হবে এই দলগুলোকে।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হবে
ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। শেষ কয়েকটি ম্য়াচ রান উঠেছে বোর্ডে। গত বছরের শেষে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চ থেকে আইপিএল হোক। এখানে দুশো রান বা তার বেশি রান বোর্ডে উঠেছে গড়ে। প্রতি চার ম্য়াচের মধ্যে তিন ম্য়াচ দুশোর গণ্ডি পেরিয়েছে প্রথমে ব্যাটিং করতে নামা দল।
এখনও পর্যন্ত তিনটি দলই মোট ১১টি করে ম্য়াচ খেলে ৬টি ম্য়াচ জিতেছে। অন্যদিকে পাঁচটি ম্য়াচ ম্য়াচ হেরেছে। ফলে পয়েন্টের নিরিখে সিএসকে, লখনউ, সানরাইজার্স তিনটি দলই রয়েছে দৌড়ে। নেট রান রেটের নিরিখে সিএসকে এদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে।
সানরাইজার্স চলতি মরশুমের শুরুটা দুর্দান্ত করেছিল। বিশেষ করে দলের ব্যাটিং লাইন আপ সবচেয়ে বড় শক্তি ছিল দলের। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানই বোর্ডে তুলেছে সানরাইজার্স। ২৮৭ রান বোর্ডে তুলেছিল সানরাইজার্স। কিন্তু গত চার ম্য়াচে কামিন্সের দল মাত্র একটি জয় ছিনিয়ে নিয়েছে। এমনকী হেড ও অভিষেক শর্মা ফ্লপ হয়ে গেলে বাকি ব্যাটাররা সেভাবে পারফর্ম করতে পারছেন না। আগের ম্য়াচ ময়ঙ্ক আগরওয়ালকে খেলানো হলেও তিনি ব্যর্থ হন। ক্লাসেনও ফ্লপ হয়েছিলেন।
লখনউ সুপারজায়ান্টস আইপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল। প্রথম চার ম্যাচ খেলে তিনটি ম্য়াচই জয় ছিনিয়ে নিয়েছিল কে এল রাহুলের দল। যদিও এরপর থেকে জয় ও হার চলছে মিশ্রণভাবে।