IPL Ticket Price: ধোনি-বুমরাদের আইপিএল ম্যাচের টিকিটের দাম ছাড়াল ১ লক্ষ টাকা! শোরগোল ভারতীয় ক্রিকেটে
CSK vs Mumbai Indians: টুর্নামেন্টের দ্বিতীয় দিনও বড় ম্যাচ। সেদিন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি এমন দুই দল, যে দুই শিবিরের ঝুলিতেই রয়েছে পাঁচটি করে আইপিএল ট্রফি।

চেন্নাই: মাঝে আর মাত্র সপ্তাহখানেক সময়। তারপরই শুরু হয়ে যাচ্ছে আইপিএল (IPL)। ২২ মার্চ প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও টুর্নামেন্টের অন্যতম তারকা সমৃদ্ধ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (KKR vs RCB)। সেই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই অনলাইনে নিঃশেষ।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনও বড় ম্যাচ। সেদিন চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি এমন দুই দল, যে দুই শিবিরের ঝুলিতেই রয়েছে পাঁচটি করে আইপিএল ট্রফি। চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই চিপকে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসের ম্যাচ হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, রোহিত শর্মাদের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এখনও আনুষ্ঠানিকভাবে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু করেনি সিএসকে। কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে টিকিটের কালোবাজারি।
কালোবাজারে চেন্নাই বনাম মুম্বই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে। যা সর্বকালীন রেকর্ডও গড়তে পারে। সিএসকে বনাম মুম্বই ম্যাচের টিকিটের দাম ছাড়িয়েছে ১ লক্ষ টাকা। যা রীতিমতো চমকে দেওয়ার মতো। একটি ওয়েবসাইটে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লোয়ার স্ট্যান্ডের টিকিটের সর্বোচ্চ দাম ১ লক্ষ ২৩ হাজার টাকা!
জানা গিয়েছে, লোয়ার স্ট্যান্ডের টিকিটের আসল দামের চেয়ে প্রায় ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টিকিট। সংশ্লিষ্ট ওয়েবসাইটটিতে এ-ও ঘোষণা করা হয়েছে যে, ১ লক্ষ্য টাকা দামের সব টিকিট শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ইডেনে উইকেট পুজো করে প্রস্তুতি শুরু নাইটদের, প্র্যাক্টিসে চমক রাসেল-রাহানের
কেকেআরের হোম ম্যাচের অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে 'বুক মাই শো' অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ৯০০ টাকা। যা গতবারের আইপিএলের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। এছাড়া কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বেড়েছে।
গত আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার উদ্বোধন ও ফাইনাল হচ্ছে ইডেনেই। সঙ্গে থাকছে একটি কোয়ালিফায়ার। সব মিলিয়ে বাড়তি দুটি ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সে। অর্থাৎ, এবার ইডেনে আইপিএলের মোট ৯টি ম্যাচ হবে।
আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
