CSK vs SRH Live Score: চেন্নাইয়ে ইতিহাস হায়দরাবাদের, ধোনিদের ৫ উইকেটে হারিয়ে প্লে অফের দৌড়ে কামিন্সরা
IPL 2025: শুক্রবার আইপিএলে মরণ-বাঁচন ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ। এই প্রথম চেন্নাইয়ে চেন্নাইকে হারাল হায়দরাবাদ।

Background
চেন্নাই: আইপিএলের বয়স ঠিক এক মাস । সব দলই ফিরতি লিগের ম্যাচ খেলতে শুরু করেছে । কিন্তু দুই দল পয়েন্ট টেবিলের একেবারে ভেন্টিলেশনে । চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (CSK vs SRH) । ৮টি করে ম্যাচ খেলে দুই দলের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে । প্লে অফে উঠতে গেলে বাকি ৬টি ম্যাচে জিততেই হবে দুই দলকেই । সেক্ষেত্রে ম্যাজিক ফিগার ১৬-তে পৌঁছনো সম্ভব ।
শুক্রবার আইপিএলে মুখোমুখি হচ্ছে সেই দুই দলই । যে দল জিতবে, প্লে অফের দৌড়ে ভেসে থাকবে । যারা হারবে, প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাবে । সিএসকে পাঁচবারের চ্যাম্পিয়ন । তবে এবারের আইপিএলে ৮ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতেছে । যা আইপিএলের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বার । এর আগে ২০২২ সালে প্রথম আট ম্যাচে ২টি জিতেছিল চেন্নাই । সেবার পয়েন্ট টেবিলের ৯ নম্বরে শেষ করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা । এবারও কি সেই হতাশাত ছবিই অপেক্ষা করে রয়েছে?
চেন্নাই ও হায়দরাবাদ - দুই দলেরই নিলামের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । নতুন নেওয়া প্লেয়ারদের মধ্যে একমাত্র নূর আমেদ ছাড়া আর কেউই সাফল্যের মুখ দেখেননি । ঈশান কিষাণ হায়দরাবাদের জার্সিতে প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন । তারপর থেকে ক্রমাগত ব্যর্থ ।
All set for the Risers Challenge! 🦁🏏#MatchPreview #WhistlePodu #Yellove 🦁💛@etihad pic.twitter.com/5xmH75XAVx
— Chennai Super Kings (@ChennaiIPL) April 25, 2025
শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে হায়দরাবাদ । সেক্ষেত্রে রাহুল চাহার ও কামিন্দু মেন্ডিসের মধ্যে একজন সুযোগ পেতে পারেন একাদশে । হায়দরাবাদের ব্যাটিং নিয়েও প্রশ্ন । একমাত্র হেনরিখ ক্লাসেন ছাড়া আর কেউই ধারাবাহিক নন । ক্লাসেনকে কি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানো হবে? দেখার অপেক্ষায় সকলে ।
শুক্রবারের ম্যাচ ধোনির চারশোতম টি-২০ ম্যাচ । রোহিত শর্মা, দীনেশ কার্তিক ও বিরাট কোহলি ছাড়া যে কৃতিত্ব ভারতের আর কারও নেই । সেই ম্যাচ কি স্মরণীয় করে রাখতে পারবে চেন্নাই? চেন্নাইয়ে সিএসকে-কে কোনওদিন হারাতে পারেনি হায়দরাবাদ । এবার কি সেই খরা কাটবে? প্রশ্ন অনেক । উত্তর পাওয়া যাবে আজ চিদম্বরম স্টেডিয়ামে ।
IPL Live Score: ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে রইল হায়দরাবাদ
টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দরাবাদ। ঘরের মাঠে সুবিধা করতে পারেননি সিএসকে ব্যাটাররা। একমাত্র ডেওয়াল্ড ব্রেভিস ও আয়ূষ মাত্রে ছাড়া কেউই বলার মতো রান পাননি। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। দুরন্ত একটি ক্যাচ নেওয়ার পাশাপাশি শেষ দিকে চাপের মুখে ২২ বলে অপরাজিত ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। ১৩ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন নীতীশ কুমার রেড্ডি।
IPL Live: ১৭ ওভারের শেষে সিএসকে-র স্কোর ১৪২/৫
মাথিশা পাথিরানার এক ওভারে উঠল ১৫ রান। ১৭ ওভারের শেষে সিএসকে-র স্কোর ১৪২/৫।




















