IPL 2025: এক জয়েই আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল তিন দল, কারা পৌঁছল প্রথম চারে?
DC vs GT: দিল্লি ক্যাপিটালসকে ১০ উইকেটে হারাতেই গুজরাত টাইটান্স লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর পাশাপাশি প্লে-অফেও পৌঁছে গেল টাইটান্স।

নয়াদিল্লি: রবিবারের আগে টুর্নামেন্টে ৫৯ ম্যাচ খেলা হয়ে গেলেও সরকারিভাবে কোনও দলই আইপিএলের প্লে-অফে (IPL 2025 Playoffs) নিজেদের স্থান পাকা করতে ব্যর্থ হয়েছিল। এ ঘটনা এই টুর্নামেন্টে বিরল। রবিবারও ফলাফলের ভিত্তিতে সেই অবস্থা অব্যাহত থাকত, আবার ফলাফল অন্যরকম হলে একসঙ্গে তিন তিনটি দল প্লে-অফ নিশ্চিত করে ফেলত। শেষমেশ হল দ্বিতীয়টা। পঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans) নিজেদের ম্যাচ জেতায় তারা তো প্লে-অফে পৌঁছলই, পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও (Royal Challengers Bengaluru) প্লে-অফের স্থান পাকা করে দিল।
দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা দলের দুই ইনফর্ম ওপেনার খুব একটা ভালভাবে করতে পারেননি। পাওয়ার প্লেতেই ৩৪ রানে তিন উইকেট হারিয়েছিল পঞ্জাব। দুই ওপেনারকেই ফেরান তুষার দেশপাণ্ডে। তবে পঞ্জাব হাল ছাড়েনি। চাপের মুখে নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিংহ দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকান। শেষের দিকে আজমাতুল্লা ওমরজ়াইও বেশ কয়েকটি বড় শট হাঁকিয়ে দলের স্কোর দু'শো পার করাতে সাহায্য করেন। শেষমেশ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২১৯ রানে ইনিংস শেষ করল পঞ্জাব কিংস। ওয়াধেরা ৭০ ও শশাঙ্ক ৫৯ রানের ইনিংসে দলকে বড় রান তুলতে সাহায্য করেছিলেন।
২০ ওভারে ২২০ রানের লক্ষ্য, কোনও মাঠ, পিচ, পরিবেশেই সহজ নয়। তবে মানসিংহ স্টেডিয়ামে এর আগেও দু'শো রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছে রাজস্থান রয়্যালস। পঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচেও তেমনটারই আশা করছিলেন রয়্যালস সমর্থকরা। নির্ধারিত লক্ষ্যে শুরুটা দুরন্তভাবে করেছিল রয়্যালস। দুই বাঁ-হাতি তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী অর্শদীপ সিংহদের বিরুদ্ধে কার্যত দাপট দেখান। পাওয়ার প্লেতেই মাত্র এক উইকেটে উঠে ৮৯ রান। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় জয়সওয়ালের অর্ধশতরান ও শেষের দিকে ধ্রুব জুরেলের লড়াকু ৫৩ রানের ইনিংসও কাজে দিল না। ১০ রানে ম্যাচ হারতেই হয় রাজস্থানকে।
এই ম্যাচ জিতে লিগে দ্বিতীয় স্থানে উঠে আসে পঞ্জাব কিংস। তবে প্লে-অফে পৌঁছতে হলে গুজরাতকেও নিজেদের ম্যাচ জিততে হত। দিল্লি ক্যাপিটালস কেএল রাহুলের ১১২ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং ২০০ রানের টার্গেট দেয় টাইটান্সকে। তবে বোলিংয়ে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির বোলাররা এতটুকুও চ্যালেঞ্জ দেখাতে পারলেন না। কোনও উইকেট না হারিয়েই এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। সাই সুদর্শন ১০৮ ও অধিনায়ক শুভমন গিল ৯৩ রানে অপরাজিত থাকেন।
টাইটান্সদের এই দুরন্ত জয়ে তারা লিগ তালিকায় শীর্ষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে। পঞ্জাব কিংস আবার তিনে নেমে যায়। তবে প্লে-অফে পৌঁছে যায় তারা। আপাতত পঞ্জাব ও দ্বিতীয় স্থানে থাকা আরসিবি উভয় দলের দখলেই ১৭ পয়েন্ট রয়েছে, পার্থক্য শুধু নেট রান রেটের। তাই প্রথম দুইয়ে শেষ করার লড়াইটা এখনও কিন্তু জারি থাকবে। অপরদিকে, এই ম্যাচ হারলেও দিল্লি ক্যাপিটালস এখনও প্লে-অফে পৌঁছতে পারে। ১৩ পয়েন্ট নিয়ে আপাতত তারা পাঁচে। এক পয়েন্ট বেশি নিয়ে মুম্বই চারে। লখনউ আপাতত ১০ পয়েন্ট নিয়ে সাতে থাকলেও, তারা একটি ম্যাচ কম খেলেছেন। তাই ঋষভ পন্থরা নিজেদের শেষ তিন ম্যাচ জিতলে কিন্তু এখনও প্লে-অফে পৌঁছতেই পারেন। কেকেআর সমেত বাকি তিন দলের অবশ্য আর প্লে-অফে পৌঁছনোর কোনও সম্ভাবনা নেই।




















