IPL 2025: বেথেল, কোহলির জমাটি ওপেনিং পার্টনারশিপের পর শেফার্ড-ঝড়, সিএসকের বিপক্ষে ২১৩ রান তুলল আরসিবি
Romario Shepherd: ইনিংসের শেষবেলায় মাত্র ১৪ বলে ৫৩ রানের ইনিংসে আরসিবিকে দু'শোর অধিক রান তুলতে সাহায্য করেন রোমারিও শেফার্ড।

বেঙ্গালুরু: চেন্নাই সুপার কিংস বিরুদ্ধে (RCB vs CSK) শুরুটা দুরন্তভাবে করেছিলেন দুই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওপেনার জেকব বেথেল (Jacob Bethell) ও বিরাট কোহলি (Virat Kohli)। দুইজনে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন। অর্ধশতরানও হগাঁকান দুইজনেই। তবে কোহলি, বেথেল আউট হওয়ার পর সিএসকে অনবদ্যভাবে ম্যাচে ফিরে আসে। ধোনি-ব্রিগেড আশা করছিল আরসিবিকে হয়তো ১৭৫ রানের মধ্যেই আটকে রাখতে পারবে। কিন্তু সেইসব হিসেবনিকেশ বদলে দিলেন রোমারিও শেফার্ড (Romario Shepherd)। মাত্র ১৪ বলে অর্ধশতরান হাঁকালেন তিনি। আরসিবির ইনিংস থামল পাঁচ উইকেটের বিনিময়ে ২১৩ রানে।
আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে প্রথমে ব্যাটিং করতে নেমে আরসিবিকে একেবারেই সমস্যায় পড়তে হয়নি। সল্টের চোটে দলে জায়গা পাওয়া তরুণ জেকব বেথেল শুরু থেকেই ছন্দে ছিলেন। ২৮ বলে তিনি অর্ধশতরান পূরণ করেন। কোহলি স্ট্রাইক পেয়ে আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন। তিনি হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেন।
তবে বেথেল ৫৬ রানে আউট হওয়ার পরেই আরসিবির রানের গতি কমে। কোহলিও নিজের অর্ধশতরানের পর কারানের বলে ফেরেন। নুর আমেদ ও মাথিশা পাথিরানার নিয়ন্ত্রিত বোলিংয়ে সিএসকে দুরন্তভাবে ম্যাচে ফেরে। এক সময় মনে হচ্ছিল আরসিবি পথ হারিয়ে ফেলেছে। বেথেলের আউটের পর আট ওভারে মাত্র ৬২ রান তোলে আরসিবি, পড়ে চার উইকেট। অল্প রানে আরসিবিকে বেঁধে রাখার আশায় ছিল সিএসকে। তবে রোমারিও সব বদলে দিলেন।
সিএসকের হয়ে ১৯তম ওভারে বোলিং করতে আসেন খলিল আমেদ। ব্যস, ছবিটা সম্পূর্ণ বদলে যায়। তাঁর বলে মোট চারটি ছয় ও দুইটি চার মারেন রোমারিও। ওভার থেকে ৩৩ রান উঠে। এর আগে কোনও সিএসকে বোলার এক ওভারে এত রান খরচ করেননি। শেষ ওভারেও রোমারিও ঝড় অব্যাহত থাকে। তিনি ছক্কা মেরে ইনিংস শেষ করেন। মাত্র ১৪ বলে পূরণ করেন আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। এই ওভারে উঠে ২১ রান। শেষ দুই ওভারে এর আগে আর কোনও আইপিএল দল এত রান তুলতে পারেনি। ইতিহাস গড়ল আরসিবি।
সিএসকে এই রানের গণ্ডি পার করতে পারে কি না, এবার সেটাই দেখার। অতীত পরিসংখ্যান কিন্তু আরসিবি সমর্থকদের যেমন আশার আলো দেখাব, তেমন উদ্বেগও বাড়াবে। ২০১৮ সালে শেষবার সিএসকে আইপিএলে ১৮৫-র অধিক রান তাড়া করে ম্যাচ জিতেছিলে। তবে সেই জয়টা কিন্তু আজকের ভেন্যু চিন্নাস্বামীতেই এসেছিল। তাই এক হাড্ডাহাড্ডি রান চেজ়ের আশা করা যেতেই পারে।




















