এক্সপ্লোর
MI vs CSK Live: রোহিত, সূর্যর দাদাগিরিতে তিন বছর, চার ম্য়াচ পরে সিএসকেকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2025: আপাতত আইপিএলের লিগ তালিকায় তিন ম্যাচ জেতা মুম্বই ইন্ডিয়ান্স সপ্তম ও দুই ম্য়াচজয়ী সিএসকে সবার নীচে, দশে রয়েছে।
Key Events

মেগাদ্বৈরথে মহাতারকাদের ছড়াছড়ি (ছবি: আইএএনএস)
Source : https://www.ians.in/photo-wire-detail/mumbai-mi-vs-csk-practice-session--20250419200233-id-3382222
Background
মুম্বই: আইপিএলের (IPL 2025) দুই সফলতম দল, দুইজনের দখলেই পাঁচটি করে খেতাব রয়েছে। আজ সেই দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings) একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। মায়ানগরীতে রবিবাসরীয় সন্ধেতে ২২ গজের মহারণের অপেক্ষায় গোটা ক্রিকেটবিশ্ব।
দুই দলের সাম্প্রতিক ম্যাচগুলিতে কিন্তু সিএসকে একচেটিয়া দাপট দেখিয়েছে। বিগত পাঁচ ম্যাচে মেগা দ্বৈরথে হলুদ ব্রিগেডই জয়ের হাসি হেসেছে। সেই ২০২২ সালে শেষবার সিএসকেকে হারিয়েছিল পল্টনরা। এবার সেই ধারা ভাঙতে মরিয়া হয়ে মাঠে নামবেন হার্দিক পাণ্ড্যরা। শেষ পাঁচ ম্যাচে সিএসকের দাপট দেখা গেলেও, অতীত পরিসংখ্যান কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষেই। দুই দলের ৩৮টি সাক্ষাৎকারে ২০টি ম্যাচ জিতেছে মুম্বই। ১৮টিতে জয়ের হাসি হেসেছে সিএসকে। আজ তাই একেবারে টানটান ম্যাচ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
23:04 PM (IST) • 20 Apr 2025
MI vs CSK Live Updates: মুম্বইয়ের দুরন্ত জয়
২৬ বল বাকি থাকতেই ছয় মেরে দলের জয় সুনিশ্চিত করলেন সূর্যকুমার যাদব। নয় উইকেটে জিতল পল্টনরা।
22:43 PM (IST) • 20 Apr 2025
MI vs CSK Live Score: সূর্যর অর্ধশতরান
২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। এক উইকেটেই ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স।
Load More
Tags :
Mumbai Indians Chennai Super Kings MI Vs CSK Mumbai Indians Vs Chennai Super Kings IPL 2025 MI Vs CSK Live Score MI Vs CSK Live Updatesবাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update




















