PBKS vs RCB Innings Highlights: কোহলির মন্থর ব্যাটিংয়ের রাতে মানরক্ষা শেষ লগ্নে, পঞ্জাবের সামনে কত রানের লক্ষ্য দিল আরসিবি?
IPL 2025: একটা সময় ১৫ ওভারে আরসিবি-র স্কোর ছিল ১৩২/৪। মনে হচ্ছিল, নির্ধারিত ওভারে ১৭০-এর আশেপাশে কিছু তুলবে আরসিবি। এরপরই ম্যাচের মোড় কিছুটা ঘোরান জিতেশ শর্মা।

আমদাবাদ: কেউ বলছেন প্রত্যাশার চাপ। কারও মতে, প্রতিপক্ষের আঁটসাঁট বোলিং।
আইপিএলের (IPL) সবচেয়ে তারকাসমৃদ্ধ দল হলেও কখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যে দলে বিরাট কোহলির মতো মহাতারকা খেলেন। তিনবার ফাইনালে উঠে হারতে হয়েছে আরসিবিকে। মঙ্গলবার চতুর্থ ফাইনাল খেলছেন কোহলিরা। পঞ্জাব কিংসের বিরুদ্ধে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবশ্য ছন্দে দেখাল না কোহলিকে। ৪৩ রান করতে নিলেন ৩৫ বল। তিনটি মাত্র বাউন্ডারি। প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ১৯০/৯।
টি-২০ ক্রিকেটে ইনিংস ওপেন করতে পছন্দ করেন কোহলি। বেশ কয়েক বছর ধরেই তিনি আইপিএলে আরসিবি-র জার্সিতে ইনিংস ওপেন করছেন। এবার সঙ্গী ওপেনার ফিল সল্ট। যিনি গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ট্রফি জয়ের অন্যতম সারথী। এবার রয়েছেন বিধ্বংসী ফর্মে। অথচ মঙ্গলবার ম্লান দেখাল দুই তারকাকেই। পাওয়ার প্লে-তে একটা সময় ১২ বল কোনও বাউন্ডারি পায়নি আরসিবি। প্রথম দশ ওভারে ১৮টি ডট বল। আরসিবি ইনিংসের প্রথম ৯ ওভারে একটিমাত্র বাউন্ডারি মেরেছিলেন কোহলি।
টি-২০ ক্রিকেটে পাওয়ার প্লে-র ৬ ওভারে ফিল্ডিংয়ের বিধিনিষেধ কাজে লাগিয়ে সব দলই স্কোরবোর্ডে ঝড় তোলার স্ট্র্যাটেজি নেয়। সেখানে আইপিএল ফাইনালে প্রথম ৬ ওভারে আরসিবি তুলল মাত্র ৫৫/১। মাত্র ১৬ রান করে কাইল জেমিসনের বলে ফেরেন সল্ট। তিন নম্বরে নেমে ময়ঙ্ক অগ্রবালও রান ওঠার গতি খুব একটা বাড়াতে পারেননি। যুজবেন্দ্র চাহালের বলে আউট হয়ে ফেরার সময় তাঁর নামের পাশে ১৮ বলে ২৪ রান।
একটা সময় ১৫ ওভারে আরসিবি-র স্কোর ছিল ১৩২/৪। মনে হচ্ছিল, নির্ধারিত ওভারে ১৭০-এর আশেপাশে কিছু তুলবে আরসিবি। এরপরই ম্যাচের মোড় কিছুটা ঘোরান জিতেশ শর্মা। অর্শদীপ সিংহকে এক ওভারে জোড়া বাউন্ডারি মারেন। জেমিসনের পরের ওভারে ২৩ রান নেন জিতেশ ও লিয়াম লিভিংস্টোন। গ্যালারি গর্জন করতে শুরু করে আরসিবি, আরসিবি...।
Innings break!
— IndianPremierLeague (@IPL) June 3, 2025
Crucial cameos galore from #RCB but #PBKS pull things back well 👏
1️⃣9️⃣1️⃣ to get and it all comes down to this!
Who will get their hands on the 🏆?
Scorecard ▶ https://t.co/U5zvVhcvdo#TATAIPL | #RCBvPBKS | #Final | #TheLastMile pic.twitter.com/jqFhdegMB7
শেষ পর্যন্ত আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করে আরসিবি তুলল ১৯০/৯। জিতেশ ১০ বলে ২৪, লিভিংস্টোন ১৫ বলে ২৫ ও রোমারিও শেফার্ড ৯ বলে ১৭ রান না করলে হয়তো সেই রানও উঠত না। পঞ্জাব বোলারদের মধ্যে ৩টি করে উইকেট অর্শদীপ ও জেমিসনের। শ্রেয়স আইয়ার টস জিতেছিলেন। এবার ম্যাচ ও ট্রফি জেতার চ্যালেঞ্জ। পারবে কি আরসিবি এই রানে প্রতিপক্ষদের রুখে দিতে?




















