RR vs LSG Live Score: ব্যর্থ যশস্বী-বৈভবের লড়াই, নাটকীয় ম্যাচে ২ রানে হার রাজস্থানের, শেষ হাসি পন্থদের
IPL Live Score: ব্যাটিংয়ে নিকোলাস পুরান, মিচেল মার্শদের ব্যর্থতার দিনে লখনউকে টানলেন এইডেন মারক্রাম, আয়ূষ বাদোনিরা। বল হাতে জয়ের নায়ক আবেশ খান।

Background
জয়পুর: আইপিএলে (IPL 2025) কোনও কিছুই যেন ঠিক হচ্ছে না রাজস্থান রয়্যালসের (RR vs LSG)।
যশস্বী জয়সওয়াল ছাড়া আর কারও ব্যাটে রান নেই। বোলাররা ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। পয়েন্ট টেবিলের নীচের অর্ধে পড়ে রয়েছে প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন দল। আর গোদের ওপর বিশফোঁড়ার মতো অধিনায়ক সঞ্জু স্যামসনের ফিটনেস নিয়ে উৎকণ্ঠা।
আর এই পরিস্থিতিতে শনিবার ঘরের মাঠে নামছে রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ? ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আগের ম্যাচে ব্যাটিং করার সময় চোট পেয়েছিলেন সঞ্জু। পরে সাংবাদিক সম্মেলনে এসে কোচ রাহুল দ্রাবিড় জানান যে, সঞ্জুর তলপেট সংলগ্ন এলাকায় ব্যথা রয়েছে। পরীক্ষা করানো হয়েছে। সেই রিপোর্ট দেখেই ঠিক হবে সঞ্জু পরের ম্য়াচে খেলতে পারবেন কি না। স্যামসনের স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট হাতে এসেছে কি না, আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
সঞ্জু না পারলে রিয়ান পরাগ সম্ভবত নেতৃত্ব দেবেন রাজস্থানকে। চলতি আইপিএলের প্রথম তিন ম্যাচেও স্যামসন শুধু ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলছিলেন এবং পরাগই নেতৃত্ব দিয়েছিলেন দলকে।
স্যামসন খেলতে না পারলে বিকল্প কে? শুভম দুবে, কুণাল সিংহ রাঠৌররা আছেন। পরাগ কিংবা নীতীশ রানাও ইনিংস ওপেন করতে পারেন। এমনকী, ধ্রুব জুরেলকে দিয়ে ওপেন করানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রাজস্থানের হাতে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী রয়েছে। তবে এখনও পরীক্ষিত নয় বৈভব। যে ম্যাচের ওপর দলের প্লে অফ ভাগ্য নির্ভর করে রয়েছে, সেই ম্যাচে সরাসরি বৈভবকে নামিয়ে ঝুঁকি নেওয়া হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে।
অন্যদিকে, লখনউ মরশুম শুরু করেছিল আকাশ দীপ, ময়ঙ্ক যাদব, আবেশ খানদের ছাড়াই। চোটে কাবু ছিলেন তিনজনই। পাশাপাশি চোটের জন্য মহসিন খান টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। তাঁর পরিবর্তে দলে এসে অবশ্য শার্দুল ঠাকুর নজর কেড়েছেন। চোট সারিয়ে আকাশ দীপ, আবেশ খানরা ফিরেছেন। ময়ঙ্কও ফিট। ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে লখনউ। আর একটা ম্যাচ জিতলেই পৌঁছে যাবে ১০ পয়েন্টে।
ব্যাটিংয়ে নিকোলাস পুরান, মিচেল মার্শরা দারুণ ছন্দে। দুজনে মিলে ৬৫২ রান করেছেন। দুই স্পিনার দিগ্বেশ সিংহ রাঠি ও রবি বিষ্ণোই দুরন্ত ফর্মে। আগের ম্যাচে অবশ্য মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে লখনউকে। রাজস্থানের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে তারা।
IPL Live Score: ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিং আবেশ খানের, জয়ী লখনউ
১৯তম ওভারে প্রিন্স যাদব ১১ রান দেওয়ার পর শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল ৯ রান। নাটকীয় সেই ওভারে প্রথম ২ বলে ৩ রান খরচ করার পর তৃতীয় বলে শিমরন হেটমায়ারকে তুলে নেন আবেশ খান। ৩ বলে প্রয়োজন ছিল ৬ রান। চতুর্থ বলে আবেশের দুরন্ত ইয়র্কারে রান পাননি ক্রিজে নবাগত ব্যাটার শুভম দুবে। পঞ্চম বলে শুভমের ক্যাচ ফেলে দেন ডেভিড মিলার। সেই বলে হয় ২ রান। শেষ বলে দরকার ছিল ৪ রান। ১ রান দেন আবেশ। সব মিলিয়ে মাত্র ৬ রান খরচ করেন শেষ ওভারে। ১৭৮/৫ স্কোরে আটকে যায় রাজস্থান। মাত্র ২ রানে ম্যাচ জিতে নেয় লখনউ।
IPL Live Score: শেষ ওভারে ম্যাচ জিততে ৯ রান চাই রাজস্থানের
১৯ ওভারের শেষে রাজস্থানের স্কোর ১৭২/৪। শেষ ওভারে ম্যাচ জিততে ৯ রান চাই তাদের।




















