IPL Auction 2026: কবে আয়োজিত হবে আইপিএল নিলাম? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
IPL 2026: খবর অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিতে হবে।

মুম্বই: আইপিএলের নিলামের দিনক্ষণ নিয়ে জল্পনা অব্যাহত। শোনা যাচ্ছিল বছরের এই বারের আইপিএলের নিলামের আসর বসবে। TOI-র রিপোর্ট অনুযায়ী, ১৫ ডিসেম্বর এবারের আইপিএল নিলাম আয়োজিত হবে। খবর অনুযায়ী, ১৫ নভেম্বরের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দিতে হবে।
আইপিএলের নিলামের দিনক্ষণ নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, তেমনই এবারের আইপিএল কোথায় আয়োজিত হবে, সেই নিয়েও রয়েছে জল্পনা। এবারের আইপিএলের নিলাম দেশেই আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে বিসিসিআইয়ের তরফে মনবদল করা হয়েছে বলে খবর আসছে। শোনা যাচ্ছে দেশে নয়, ফের একবার বিদেশেই আয়োজিত হতে পারে আইপিএলের নিলাম।
এখনও কোনও ফ্র্যাঞ্চাইজির তরফে বা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে বিদেশে আইপিএল নিলাম হওয়ারই পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথায় হতে পারে নিলাম? সঠিকভাবে জানা না গেলেও, শোনা যাচ্ছে গল্ফ প্রদেশেরই কোথাও এবারের নিলাম আয়োজিত হবে। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে নিলাম হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ওমান, কাতারের মতো স্থানগুলিতেও নিলাম আয়োজনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিসিসিআই আগে কিন্তু ভারতের মাটিতেই এবারের নিলামটি আয়োজন করার বিষয়ে ভাবছিল। তবে সেই স্থান থেকে সম্পূর্ণভাবেই মনবদল হয়েছে বলে খবর। তবে যে সময়ে আইপিএল নিলামের আয়োজন করার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে, সেই সময়ে দেশে বিভিন্ন উৎসবের পাশাপাশি বিয়ের মরশুমও শুরু হয়ে যাবে। সেই কারণেই নিলামের জন্য আদর্শ ভেন্যু ঠিক করতে কর্মকর্তাদের সমস্যায় পড়তে হচ্ছিল বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।
ধোনির ভবিষ্যৎ
আইপিএল শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে প্রতি আইপিএলের মতো আগামী আইপিএলের আগেও মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এবার সেই নিয়ে সোজাসাপ্টা জবাব দিলেন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) সিইও কাশী বিশ্বনাথন (Kashi Viswanathan)।
সিএসকে সিইও কিন্তু জানান ধোনির বর্তমানে অবসর নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি এক পডকাস্টে বলেন, 'না, ও এইবারের আইপিএলের আগে অবসর নিচ্ছে না।' এরপরেই তাঁকে যখন ধোনির অবসরের সম্ভাব্য সময়কাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন কাশী বিশ্বনাথন জানান, 'আমি ওকে এই বিষয়ে জিজ্ঞেস করে তোমায় জানাব।'
রিপোর্ট অনুযায়ী ধোনি নিজের আইপিএল কেরিয়ারের মধুরেণ সমাপয়েৎ করতে আগ্রহী। তাঁর ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় রয়েছে বটে। তবে সব ঠিকঠাক চললে, আগামী মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৬-এ ফের একবার চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে মহেন্দ্র সিংহ ধোনিকে মাঠে নামতে দেখা যাবে।




















