Kartik Tyagi IPL Record: রুদ্ধশাস শেষ ওভারে খরচ করলেন মাত্র ১ রান! নজির গড়ে নায়ক কার্তিক
IPL 2021: শেষ ওভারে রাজস্থান পেসার কার্তিক ত্যাগী খরচ করলেন মাত্র এক রান! হ্যাঁ, ঠিকই পড়েছেন, শেষ ওভারে এক রানই খরচ করেছেন ত্যাগী। তুলে নিয়েছেন ২টি উইকেট।
দুবাই: শেষ ওভারে যখন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন তাঁর হাতে বল তুলে দিচ্ছেন, পঞ্জাব কিংসের ম্যাচ জিততে চাই আর চার রান। ক্রিজে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান। অতি বড় রাজস্থান সমর্থকও জয়ের কথা ভাবা ছেড়ে দিয়েছিলেন।
সেখান থেকেই নাটকের সূত্রপাত। পরের ৬ বলে যা হল, অনেকে তা বিশ্বাস করতে পারছেন না। কারণ, শেষ ওভারে রাজস্থান পেসার কার্তিক ত্যাগী খরচ করলেন মাত্র এক রান! হ্যাঁ, ঠিকই পড়েছেন, শেষ ওভারে এক রানই খরচ করেছেন ত্যাগী। তুলে নিয়েছেন ২টি উইকেট। রাজস্থান মাত্র ২ রানে ম্যাচ জেতার পর কার্তিকের নামে জয়োধ্বনি।
আইপিএলের ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন কার্তিক। তিনি মুনাফ পটেলের পর দ্বিতীয় বোলার হিসাবে এক ওভারে চার রানের পুঁজি নিয়েও দলকে ম্যাচ জেতালেন। এর আগে ২০০৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে ৪ রানের সম্বল নিয়ে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জিতিয়েছিলেন মুনাফ। সেই রেকর্ড স্পর্শ করলেন কার্তিক।
যিনি ম্যাচের সেরার পুরস্কার হাতে বলেছেন, 'আইপিএল যখন ভারতে খেলা হচ্ছিল আমার চোট ছিল। সেরে ওঠার পর দেখলাম টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল। মন খারাপ হয়ে গিয়েছিল। আজ সুযোগ পেয়ে ভাল লাগছে। কয়েক বছর ধরেই সিনিয়রদের সঙ্গে আলোচনা করছিলাম। ম্যাচে এইরকম পরিস্থিতিতে কী করতে হবে জানতাম। সকলেই বলত যে কোনও ম্যাচ যে কোনও সময় পাল্টে যেতে পারে। জানতাম ডেথ ওভারে বল হাতে সফল হওয়ার মতো মশলা আমার মধ্যে রয়েছে।'
ধারাভাষ্যকারেরা ভাষা খুঁজে পাচ্ছেন না। দর্শকদের ঘোর কাটছে না। দুই দলের ক্রিকেটারেরা? তাঁরাও কি সঠিক কোনও ব্যাখ্যা খুঁজে পেয়েছেন যে, কীভাবে এই ম্যাচে হেরে যেতে পারে পঞ্জাব কিংস (Punjab Kings)?
মঙ্গলবার মহানাটকীয় ম্যাচের সাক্ষী রইল দুবাই। ১৯ ওভার পর্যন্ত পিছিয়ে থাকার পর দুরন্ত শেষ ওভারে সব হিসেব বদলে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মাত্র ২ রানে প্রীতি জিন্টার দলকে হারিয়ে দিলেন সঞ্জু স্যামসনরা। সেই সঙ্গে যেন ফের একবার প্রমাণ হয়ে গেল যে, ক্রিকেট যদি মহান অনিশ্চয়তার খেলা হয়, তবে টি-টোয়েন্টি ক্রিকেট সেই আপ্তবাক্যের সেরা বিজ্ঞাপন।