IPL 2023: মাইলস্টোনের ম্যাচে রহস্যে ভরা বোলিং নারাইনের, নাস্তানাবুদ কিংগ কোহলিও
Sunil Narine: কেকেআরের জার্সিতেই ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন ৩৪ বছরের এই রহস্য স্পিনার। আরসিবির বিরুদ্ধে ম্যাচে নেমেই এই কৃতিত্বের অধিকারী হন তিনি।
কলকাতা: ইডেনে নেমেই নতুন মাইলস্টোন ছুঁলেন সুনীল নারাইন (Sunil Narine)। বল হাতে উইকেট তুলতে তিনি ওস্তাদ। তবে উইকেট তোলার মধ্যে দিয়ে নয় এবার। আইপিএলে নিজের ১৫০ তম ম্যাচ খেলতে নামলেন ক্যারিবিয়ান স্পিনার। ২০১২ সালে কেকেআর শিবিরে প্রথম যোগ দিয়েছিলেন নারাইন (Sunil Narine)। এরপর থেকে কেকেআর নারাইনকে একবারের জন্যও ছাড়েনি। কেকেআরের (Kolkata Knight Riders) জার্সিতেই ১৫০ ম্যাচ খেলার নজির গড়লেন ৩৪ বছরের এই রহস্য স্পিনার। আরসিবির বিরুদ্ধে ম্যাচে নেমেই এই কৃতিত্বের অধিকারী হন তিনি। আর মাইলস্টোনের ম্যাচেও নিজের রহস্যে ভরা বোলিংয়ের নমুনা দেখালেন ফের নারাইন।
২০৪ রান বোর্ডে তুলে দিয়েছিলেন কেকেআরের ব্য়াটাররা। সেই রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন বিরাট-ফাফ ওপেনিং জুটি। প্রথম ৫ ওভারে ৪৪ রান বোর্ডে তুলেছিলেন ২ জন। নীতিশ রানা আক্রমণে নিয়ে আসেন সুনীল নারাইনকে (Sunil Narine)। এর আগে এমন জায়গা থেকে বারবার ম্যাচের রং বদলে দিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। ক্রিজে সেট হয়ে যাওয়া বিরাটকে ফিরিয়ে এদিনও অধিনায়কের আস্থার মর্যাদা রাখেন নারাইন। এরপর শাহবাজ আহমেদকেও ফেরান তিনি। নিজের ৪ ওভারের স্পেলে মাত্র ১৬ রান খরচ করেন ডানহাতি এই স্পিনার।
নারাইন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের অন্যতম। অষ্টম সর্বাধিক উইকেট শিকারি নারাইন। তিনি এখনও পর্যন্ত আইপিএলে ২৫.২৩ গড়ে ও ৬.৬৫ ইকোনমিতে মোট ১৫৩ উইকেট নিয়েছেন। অপরদিকে, ব্যাট হাতে আইপিএলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইক রেটের মালিক নারাইন। তিনি ১৬৩.২৯ গড়ে মোট ১০৩২ রান করেছেন। অপরদিকে, রাসেলের ১৭৭.৯৯-র স্ট্রাইক রেট আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা। তিনি ৩০.৪৪ গড়ে এখনও পর্যন্ত মোট ২০৭০ রান করেছেন। বল হাতে ২৪.৪৮ গড়ে তিনি ৮৯টি উইকেটও নিয়েছেন। এর আগে বিরাট কোহলি আরসিবির জার্সিতে ২২৫ ও এম এস ধোনি সিএসকের জার্সিতে ২০৬ ম্যাচ খেলেছেন।
কেকেআরের জার্সিতে এক দশক পার করে ফেলেছেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান তারকাই। জিতেছেন আইপিএল খেতাবও। দলের সাফল্যের অনেকটাই তাঁদের পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। এই দুই তারকাই আজ আরসিবির বিরুদ্ধে ম্যাচে মাঠে নেমেই মাইলফলক গড়ে ফেলবেন। এটি সুনীল নারাইনের ১৫০তম ও আন্দ্রে রাসেলের শততম আইপিএল ম্যাচ। আইপিএলে নারাইন কেকেআরের হয়েই খেললেও, রাসেল ২০১২ ও ২০১৩, দুই মরসুমে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে সাতটি ম্যাচ খেলেছিলেন।