KKR vs GT IPL 2022 Live: ব্যর্থ রাসেলের লড়াই, ৮ রানে হার কেকেআর-এর
KKR vs GT: আজ আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাত টাইটানসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত, কলকাতা সপ্তম স্থানে। ফলে শ্রেয়সদের কাছে আজকের ম্যাচ গুরুত্বপূর্ণ।

Background
মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে গুজরাত টাইটানস (Gujarat Titans)। ওপেন করতে নেমেছেন শুবমান গিল (Shubman Gill) ও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে গুজরাত। অন্যদিকে, সপ্তম স্থানে কেকেআর। ফলে আজকের ম্যাচ কেকেআর-এর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় উপরের দিকে উঠতে গেলে শ্রেয়স আইয়ারদের জিততেই হবে।
কেকেআর-এর প্রথম একাদশ-বেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, টিম সাউদি, শিবম মাভি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
গুজরাতের প্রথম একাদশ-ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, হার্দিক পাণ্ড্য, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোশেফ, লকি ফার্গুসন, যশ দয়াল ও মহম্মদ শামি।
KKR vs GT Live Updates: ৮ রানে হার কেকেআর-এর
গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৮ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। গুজরাতের ৯ উইকেটে ১৫৬ রানের জবাবে ৮ উইকেটে ১৪৮ রান করল কেকেআর।
IPL 2022, KKR vs GT Live: ৪৮ রান করে আউট রাসেল
৪৮ রান করে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। শেষ ৪ বলে জয়ের জন্য কেকেআর-এর দরকার ১২ রান।




















