MI vs DC, IPL 2020 Final Live: ৫ উইকেটে দিল্লি-বধ, আইপিএলে পঞ্চমবারের জন্য চ্যাম্পিয়ন মুম্বই
IPL Final Live Score, MI vs DC: একটা দল ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে। আর এক দল চারবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট।
LIVE
Background
দুবাই: একটা দল ১৩ বছরের মধ্যে প্রথমবার আইপিএলের ফাইনালে। আর এক দল চারবারের চ্যাম্পিয়ন। এবারও ট্রফি জয়ের দৌড়ে ফেভারিট। ত্রয়োদশ আইপিএলের ফাইনালে আজ, মঙ্গলবার মুখোমুখি সেই দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টের শেষ দিন হাড্ডাহাড্ডি ক্রিকেটীয় দ্বৈরথের অপেক্ষায় ভক্তরা।
গ্রুপ পর্বে দাপট দেখিয়েছে রোহিত শর্মার মুম্বই। এমনকী, অধিনায়ক চোটের জন্য মাঝে কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও পারফরম্যান্সে প্রভাব পড়েনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে অফে গিয়েছিল মুম্বই। আর কোয়ালিফায়ার ওয়ানে দিল্লিকে হারিয়েই ফাইনালে পৌঁছেছে।
অন্যদিকে শ্রেয়স আইয়ারের দল টুর্নামেন্ট শুরু করেছিল দুর্দান্তভাবে। প্রথম ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছিল দিল্লি। তারপর ধারাবাহিকতার অভাবে সমস্যায় পড়ে রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল। শেষ পর্যন্ত অবশ্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে প্লে অফে পৌঁছয়।
অভিজ্ঞতা আর ফর্মে এগিয়ে মুম্বই। রোহিতের পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে। কায়রন পোলার্ড চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। হার্দিক পাণ্ড্য তিনবার আর যশপ্রীত বুমরা, ক্রুণাল পাণ্ড্য ও সূর্যকুমার যাদব দুবার করে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। অন্যদিকে দিল্লি দলে শ্রেয়স আইয়ার, শিখর ধবন, ঋষভ পন্থের মতো বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন। সব মিলিয়ে দুই দলই ফাইনালের জন্য প্রস্তুত।
মুম্বই শিবিরের একমাত্র কাঁটা ফর্মে থাকা পেসার ট্রেন্ট বোল্টের কুঁচকির চোট। কোয়ালিফায়ার ওয়ানে মাত্র ২ ওভার বল করেছিলেন কিউয়ি পেসার। তবে নেটে বোলিং শুরু করেছেন বোল্ট। ম্যাচের আগেরদিন রোহিত বলেছেন, ‘ট্রেন্টকে তো ভালই লাগছে। আমাদের সঙ্গে প্র্যাক্টিস সেশনে দেখি। গত কয়েকদিন অনেক উন্নতি করেছে আর আশা করছি ও খেলবে।’
তবে ষষ্ঠ বোলারের অভাব ভোগাতে পারে মুম্বইকে। পিঠের অস্ত্রোপচারের পর আইপিএলে নামা হার্দিক এই মরসুমে বোলিং করেননি। চলতি টুর্নামেন্টে তিনবার সাক্ষাতে তিনবারই দিল্লিকে হারিয়েছে। প্রথমবার টুর্নামেন্টের ফাইনালে উঠেই কি সেই হিসেব বদলে দেবেন শ্রেয়স আইয়ার-কাগিসো রাবাডারা? উত্তরের জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।