Belgharia Expressway: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলকর্মীর মৃত্যু
North 24 Parganas: ফের শ্যুটআউটের ঘটনা বেলঘরিয়ায়। এবার মাথায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে।

সমীরণ পাল, বেলঘরিয়া: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) ধারে শ্যুটআউটে মৃত্যু যুবকের। গুলিবিদ্ধ তৃণমূলকর্মীকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। নিহতের মায়ের দাবি, ছেলে জড়িত ছিল প্রোমোটিং ব্যবসার সঙ্গে। আগেও ওর ওপর হামলা হয়েছে।
ফের শ্যুটআউটের ঘটনা বেলঘরিয়ায়। এবার মাথায় গুলি করে খুন করা হল এক তৃণমূল কর্মীকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটিং বিবাদেই এই খুন। এদিন ভোরে বেলঘরিয়া একসপ্রেসওয়ের নিচে রাজীবনগর এলাকায় মোহাম্মদ এনায়েতউল্লা ওরফে রিহান নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ২৮ বছরের ওই যুবককে সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক বেলঘরিয়ার রাজীবনগর এলাকারই বাসিন্দা। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত রিহান। ঘটনাস্থলে রক্তের দাগ যেভাবে মিলেছে, তাতে পুলিশের অনুমান, মাথার পেছনে বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়ে থাকতে পারে ওই তৃণমূল কর্মীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল। মদের আসরে বচসা থেকেই গুলি চলে বলে পুলিশের অনুমান।
নিহতের মায়ের অভিযোগ, ৬ মাস আগেও তাঁর ছেলেকে খুনের চেষ্টা হয়েছিল। সুশান্ত দাস নামে এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। নিহত মোহাম্মদ এনায়েতউল্লা ওরফে রিহানের মায়ের দাবি, বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল তাঁর ছেলের। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর, পুলিশ সুশান্ত দাস ও তাঁর শাগরেদদের গ্রেফতার করেছিল বলেও দাবি করেছেন নিহতের মা।
ব্যারাকপুর কমিশনারেটে দুষ্কৃতী-দাপট চলছেই। গত কয়েক মাস ধরেই এই ছবি লক্ষ্য করা যাচ্ছে এবার মাথায় গুলি করে খুন করা হল এক যুবককে। গত ৮ মার্চ রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে INTTUC নেতাকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী। দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ডাক্তার দেখাতে আসা এক যুবক। শাসকদলের শ্রমিক ইউনিয়নের দখলদারি নিয়ে লড়াইয়ের জেরে হামলার অভিযোগ ওঠে। তারপর এক মাসও গেল না। আবার শ্যুটআউট বেলঘরিয়ায়। গত বছর ১১ নভেম্বর, ভরা বাজারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বেলঘরিয়ার এম এম ফিডার রোডের মতো জনবহুল জায়গায় ভরা বাজারে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত বছর ১৫ জুন বেলঘরিয়ায় ভরদুপুরে ফিল্মি কায়দায় গাড়ি ধাওয়া করে শ্যুটআউট হয়। ব্য়বসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি চালায় দুষকৃতীরা। পাঁচটি গুলি লাগে ব্যবসায়ীর গাড়িতে। অল্পের জন্য রক্ষা পান ব্যারাকপুরের বাসিন্দা ব্য়বসায়ী।






















