RCB vs CSK Weather report: বৃষ্টি হলেই ধোনিদের শিবিরে আজ উৎসব, কপাল পুড়বে কোহলিদের
IPL 2024: বেঙ্গালুরুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কমলা সতর্কতা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, দুপুর একটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১ শতাংশ। তবে দুপুর ৩টের পর থেকে বৃষ্টির আশঙ্কা কমছে।
![RCB vs CSK Weather report: বৃষ্টি হলেই ধোনিদের শিবিরে আজ উৎসব, কপাল পুড়বে কোহলিদের rcb vs csk ipl 2024 playoffs chinnaswamy stadium bengaluru weather report RCB vs CSK Weather report: বৃষ্টি হলেই ধোনিদের শিবিরে আজ উৎসব, কপাল পুড়বে কোহলিদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/4ff47d95945f5322d40042175194dab6171601879656550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: সপ্তাহান্তে কমলা সতর্কতা জারি করেছে বেঙ্গালুরুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকেরা মনেপ্রাণে চাইছেন, প্রার্থনা করছেন, শনিবার সন্ধ্যায় অন্তত যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলেই কপাল পুড়বে যে আরসিবির। আর কপাল খুলে যাবে চেন্নাই সুপার কিংসের (RCB vs CSK)। প্লে অফের যোগ্যতা অর্জন করে নেবেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)।
বেঙ্গালুরুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কমলা সতর্কতা থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হল, দুপুর একটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১ শতাংশ। তবে দুপুর ৩টের পর থেকে বৃষ্টির আশঙ্কা কমছে। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। রাত ১১টার পর ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কী হবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল?
শনিবার আইপিএলের এই ম্যাচকে বলা হচ্ছে কোয়ার্টার ফাইনাল। কারণ আরসিবি ও সিএসকে, যে দলই এই ম্যাচ জিতবে, প্লে অফে জায়গা করে নিতে পারে। সিএসকে জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে। আরসিবি জিতলে সেই জয় আসতে হবে নির্দিষ্ট ব্যবধানে। সেক্ষেত্রে ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের নিরিখে প্লে অফে পৌঁছে যাবেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা।
আইপিএলে টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে যেন কখনও রোদ, কখনও মেঘ। এখনও পর্যন্ত সিএসকে-র প্লে অফে ওঠার সম্ভাবনাই বেশি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সিএসকে-র। তাদের রান রেটও খুব ভাল। আরসিবির বিরুদ্ধে জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১৬। আর যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়? তা হলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে।
অন্যদিকে, আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে। কী সেই অঙ্ক? প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে কোহলি-ডুপ্লেসিদের। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে ১৩ পয়েন্টে আটকে যাবে আরসিবি। চতুর্থ দল হিসাবে প্লে অফের যোগ্যতা পাবে সিএএসকে।
আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)