DC vs RR: নজরে দুই দলের দুই কিপার-অধিনায়ক, দিল্লিকে হারিয়েই প্লে-অফ পাকা করার সুযোগ রাজস্থানের
Delhi Capitals vs Rajasthan Royals: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয়াদিল্লির মাঠে শেষ আট ম্য়াচের মাত্র তিনটিতেই জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
নয়াদিল্লি: এক দলের সামনে সরকারিভাবে প্লে-অফের টিকিট পাকা করার সুযোগ, আরেক দলের জন্য এই দৌড়ে টিকে থাকার জন্য জিততেই হবে। আইপিএল (IPL 2024) একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে। প্রতিটি ম্যাচে লিগ তালিকার নকশা সম্পূর্ণ ওলট পালট করে দিতে পারে। এমন পরিস্থিতি আজ রাজধানীতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (Delhi Capitals vs Rajasthan Royals)।
দিল্লিকে হারালেই এ মরশুমে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে যাবে রাজস্থান। আর জয় পেলে দিল্লির প্লে-অফের আশা বজায় থাকবে। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারলেও শেষ ছয় ম্যাচের চারটিতে জেতা দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ ভাল ফর্মেই রয়েছে। আর গোটা মরশুমেই নিজেদের খেলার মাধ্যমে নজর কেড়েছে রাজস্থান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের লড়াইয়ের পাশাপাশি কিন্তু দুই দলের অধিনায়কের ওপর বিশেষ করে নজর থাকবে। সঞ্জু স্যামসন (Sanju Samson) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) লড়াইটা এই ম্যাচ বা আইপিএলে সীমাবদ্ধ নয়। দুই তারকাই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। কিন্তু একাদশে প্রথম কিপার হিসাবে কে সুযোগ পাবেন তা কিন্তু এখনও নিশ্চিত নয়।
একদিকে স্যামসন ৬৪.১৬ গড় ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান করেছেন। পন্থ ৪৪.২২ গড়ে করেছেন ৩৯৮ রান। দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের পাশাপাশি তাই ব্যক্তিগত ফর্মের দিকেও সকলের নজর থাকবে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু রাজস্থানের রেকর্ড বেশ ভাল। শেষ আট ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। দিল্লি সেই পরিসংখ্যান ভুলে জয়ের লক্ষ্যে নামবে। সেই লক্ষ্যে তারা মাঠে নামার আগে বুস্টও পেয়ে গিয়েছে। ঈশান্ত শর্মা চোট সারিয়ে ফিরেছেন। তিনি এই ম্যাচে খেলতে পারেন। তবে ডেভিড ওয়ার্নার অনুশীলন করলেও, তাঁর বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান দিল্লির কোচ পন্টিং।
All set for 𝐑𝐨𝐚𝐫 𝐌𝐚𝐜𝐡𝐚 x 𝐇𝐚𝐥𝐥𝐚 𝐁𝐨𝐥 vibes at Kotla tonight 👊 pic.twitter.com/aJE0dfwqni
— Delhi Capitals (@DelhiCapitals) May 7, 2024
স্টেজ তৈরি। দুই দলের তারকারও অভাব নেই। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার। রাজধানীতে শেষ হাসি হাসবে কোন দল?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পরপর ব্যর্থতা, সানরাইজার্সের বিরুদ্ধে আউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন রোহিত!