SRK on MS Dhoni: না না করেও... ধোনির IPL খেলা প্রসঙ্গে IIFA-র মঞ্চে মুখ খুললেন শাহরুখ, ভাইরাল KKR মালিকের মন্তব্য
Shah Rukh Khan-Karan Johar: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ও কর্ণ জোহর অবসর প্রসঙ্গে একে অপরকে খোঁচা দিতেই ধোনির প্রসঙ্গ টানেন শাহরুখ।
নয়াদিল্লি: সদ্যই আইপিএলের রিটনেশন সংক্রান্ত না না নিয়মাবলী প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেই নিয়ম দেখে কিন্তু অন্তত সিএসকে সমর্থকরা খুশিই হবেন। কারণ এক বিশেষ নিয়ম, যার জেরে তাঁদের প্রিয় মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) আইপিএল ২০২৫-এ (IPL 2025) অংশগ্রহণের সম্ভাবনা বাড়লই বৈকি। এরই মাঝে কেকেরআর কর্নধার শাহরুখ খানের (Shah Rukh Khan) ধোনিকে নিয়ে করা এক মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ছে।
সদ্যই মরুদেশে রুপোলি পর্দার তারকাদের নিয়ে IIFA-র আসর বসেছিল। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই ধোনিকে নিয়ে বা বলা চলে ধোনির অবসর নিয়ে শাহরুখ খানের এক মন্তব্য নেটিজেনদের বেশ নজর কেড়েছে। পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের মঞ্চে শাহরুখকে তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় সিনেমা নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) অবসর প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব দিতে গিয়েই 'কিং খান' ধোনির প্রসঙ্গ টেনে আনেন।
প্রথমে শাহরুখই কর্ণকে অবসরের খোঁচা দিয়ে বলেন, 'কিংবদন্তিদের সবথেকে বড় বিষয় হল তাঁরা কখন থামতে হয় জানেন। তাঁরা জানেন কখন অবসর নিতে হয়। ঠিক যেমনটা মহান সচিন তেন্ডুলকর করেছিলেন, সুনীল ছেত্রী করলেন, টেনিস তারকা রজার ফেডেরার করেছেন। তাঁরা সকলেই জানতেন কোন সময়ে অবসর নিতে হবে এবং আমার মতে তোমারও এবার অবসর নিয়ে নেওয়া উচিত। তাই দয়া করে ফিরে যাও। তোমায় অনেক অনেক ধন্যবাদ।'
কিন্তু কর্ণও ছেড়ে দেওয়ার পাত্র নন। শাহরুখকে কর্ণ প্রশ্ন করেন যে তিনি কেন অবসর নিচ্ছেন না। জবাবে শাহরুখের সোজাসাপ্টা উত্তর তিনি ও ধোনি নাকি বাকিদের থেকে ভিন্ন। ভাইরাল ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, 'আমি এবং ধোনি একটু ভিন্ন ধরনের কিংবদন্তি। আমরা না বলার পরেও ১০টি আইপিএল খেলে ফেলি।' সঙ্গে সঙ্গেই পাশ থেকে ভিকি কৌশল বলে উঠেন, 'অবসর তো কিংবদন্তিরা নেন, রাজারা তো চিরন্তন।'
শাহরুখ বলিউড অভিনেতা হওয়ার পাশাপাশি আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম কলকাতা নাইট রাইডার্সের মালিকও বটে। তাঁর উত্তরে ধোনির উল্লেখ খোঁচা না প্রশংসা, সেই নিয়ে কিন্তু অনেক নেটিজেন এখনও বেশ খানিকটা ধন্দে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে ক'জন ক্রিকেটারকে রিটেন করা যাবে? করা হল সরকারি ঘোষণা