Raksha Bandhan: ভার্চুয়ালি রাখি পরলেন রায়না, শেয়ার করলেন ছবি
আইপিএলের বাকি অংশ শুরু হতে এক মাসও বাকি নেই। প্রস্তুতি সারতে দুবাই পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস।
![Raksha Bandhan: ভার্চুয়ালি রাখি পরলেন রায়না, শেয়ার করলেন ছবি Suresh Raina celebrates Raksha Bandhan virtually from UAE, shares picture Raksha Bandhan: ভার্চুয়ালি রাখি পরলেন রায়না, শেয়ার করলেন ছবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/c298ce0b0357399c5eff7a28cfb03e8c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: আইপিএলের বাকি অংশ শুরু হতে এক মাসও বাকি নেই। প্রস্তুতি সারতে দুবাই পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়নারা। তারই ফাঁকে রাখির উৎসবে মাতলেন রায়না।
রবিবার রাখি। ভার্চুয়ালিই রাখি পরলেন সিএসকে তারকা রায়না। পরে তিনি ছবি শেয়ার করলেন। সঙ্গে লিখলেন, 'সবচেয়ে বিশুদ্ধ ও ভালবাসার সম্পর্ক। সকল ভাইবোনেদের রাখির শুভেচ্ছা। রেনুদিদি, তোমার সঙ্গে ভার্চুয়ালিই উদযাপন করলাম দিনটি। তুমিই আমার শক্তি। অনেক ভালবাসা পাঠালাম। শীঘ্রই দেখা হবে।'
আইপিএলের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে সবার প্রথম দল হিসেবে দুবাইয়ে উড়ে গিয়েছে সিএসকে। দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে।
আইপিএলের ১৪ তম সংস্করণ মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন। এই জন্যই টুর্নামেন্টের মাঝপথেই তা স্থগিত করে দিতে বাধ্য হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেসময় আক্রান্তদের মধ্যে ছিলেন সিএসকের দেবদত্ত পাড়িক্কল, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি সহ আরও অনেকে।
আমিরশাহি উড়ে আসার আগে চেন্নাইয়ে গোটা শিবিরের একটি ক্যাম্প হয়েছিল এই মাসের শুরুতে। সেখান থেকেই আমিরশাহির উদ্দেশে রওনা দেয় সিএসকে শিবির। অধিনায়ক ধোনি ছাড়াও শিবিরে রয়েছেন সুরেশ রায়না, রবিন উথাপ্পা, দীপক চাহার ও দেবদত্ত পাড়িক্কল সহ আরও অনেকে। প্রত্যেকেই ১৩ অগাস্ট আমিরশাহিতে পাড়ি দেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)