IPL 2022: আজ ২২ গজে গুরু-শিষ্যের লড়াই, কখন, কোথায় দেখবেন সিএসকে বনাম দিল্লি ম্যাচ?
IPL 2022 CSK vs DC: এক সময় হারিয়ে যেতে বসেছিল সিএসকে। কিন্তু রবীন্দ্র জাডেজার থেকে ফের অধিনায়কত্বের ব্যাট নিজের হাতে নিয়ে দলকে সঠিক পথেই পরিচালনা করছেন মহেন্দ্র সিংহ ধোনি।
মুম্বই: আইপিএলে আজ গুরু-শিষ্যের লড়াই। ২২ গজে মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনি ও ঋষভ পন্থ। টুর্নামেন্টের শুরুটা চেন্নাই সুপার কিংসের জন্য খুব একটা ভাল হয়নি। পরপর ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে এক সময় হারিয়ে যেতে বসেছিল সিএসকে। কিন্তু রবীন্দ্র জাডেজার থেকে ফের অধিনায়কত্বের ব্যাট নিজের হাতে নিয়ে দলকে সঠিক পথেই পরিচালনা করছেন মহেন্দ্র সিংহ ধোনি। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের দৌড়ে ভীষণভাবে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
আজ আইপিএলে
চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল স্টেডিয়াম, মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায় দাঁড়িয়ে?
আইপিএলের পয়েন্ট টেবিলে চেন্নাই এই মুহূর্তে রয়েছে নয় নম্বরে। ১০ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৩ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে সিএসকে। অন্যদিকে দিল্লি তাঁদের ১০ ম্যাচ খেলে ৫ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। প্লে অফের ওঠার লড়াইয়ে দিল্লি কিছুটা হলেও এগিয়ে চেন্নাইয়ের থেকে। তবে ধোনি বাহিনীকে প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি ম্যাচগুলোর প্রায় সবকটিই জিততে হবে।
দিল্লি ক্যাপিটালস: এখনও পর্যন্ত এই মরসুমে টানা ২ টো ম্যাচ জিততে পারেনি দিল্লি। আগের ম্যাচ সানরাইজার্সকে হারানোর সঙ্গে সঙ্গে ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ফর্ম কিছুটা স্বস্তি দেবে দিল্লি শিবিরকে। আগের ম্যাচে মনদীপ সিংহকে খেলিয়েছিল দিল্লি। কিন্তু এদিনের ম্যাচে অভিষেক হতে পারে যশ ধূলের। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে এবার ৫০ লক্ষ টাকা দিয়ে নিলাম থেকে তুলে নিয়েছিল দিল্লি। কিন্তু এখনও পর্যন্ত কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। আবার একাদশে ফিরতে পারেন অক্ষর পটেলও।
চেন্নাই সুপার কিংস: সিএসকের কাছে এই ম্য়াচ অনেকটা ডু অর ডাই বলা যেতে পারে। এখান থেকে একটি ম্য়াচ হার মানেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া। সেক্ষেত্রে আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার হবে যে চেন্নাই লিগ পর্ব টপকাতে পারবে না। তবে ধোনি মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা। আজ গুরু-শিষ্যের লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে, তা দেখার।