RCB vs SRH: দুরন্ত ছন্দে কোহলি, লিগে প্রথম দুইয়ে শেষ করতে মরিয়া আরসিবিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি সানরাইজার্সও
Virat Kohli: আরসিবির শেষ আয়োজিত চার ম্যাচের চারটিতেই অর্ধশতরান করেছেন বিরাট কোহলি।

লখনউ: আইপিএলের (IPL 2025) প্লে-অফের জন্য চার দল নির্ধারিত হয়ে গিয়েছে। বিগত ছয় মরশুমে পঞ্চমবার প্লে-অফে পৌঁছেছে আরসিবি। তবে প্রথম চারে থাকা নিশ্চিত হলেও বিরাট কোহলিদের (Virat Kohli) লক্ষ্য লিগে প্রথম দুই দলের মধ্যে শেষ করা। সেই বিষয়টি মাথায় রেখেই আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs SRH)।
সিএসকেকে মরশুমে দুইবারে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছিল আরসিবি। ঠিক সেইসময়ই ভারত ও পাকিস্তানের সংঘর্ষের আবহে আইপিএল স্থগিত করা হয়। তারপর ২০ দিন কেটে গিয়েছে, আরসিবি এর মাঝে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। গত সপ্তাহের শনিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দ্বিতীয়বার মরশুম শুরুর কথা থাকলেও, সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তাই প্লে-অফের আগে ম্যাচ প্র্যাক্টিস ও ছন্দ, দুইয়েরই খোঁজে আরসিবি।
প্রতি ম্যাচের মতো এই ম্যাচেও নজর থাকবে বিরাট কোহলির দিকে। নিজের শেষ চার ইনিংসে চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন আরসিবি মহাতারকা। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়েও রয়েছেন কোহলি। প্লে-অফের আগে নিঃসন্দেহেই ফর্মে ধরে রাখতে মরিয়া হবেন বিরাট। আরসিবিকে আজকের ম্যাচের জন্যবাড়তি অনুপ্রেরণা জোগাবে লিগে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ। আরসিবি নিজের পরবর্তী দুই ম্যাচ জিতলে তাদের প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা বাড়বে। আর গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস এক ম্যাচ হারলে সেক্ষেত্রে প্রথম দুইয়ে থাকা নিশ্চিত।
তবে এই ম্যাচের জন্যও কিন্তু জস হ্যাজেলউডকে পাবে না আরসিবি। তাঁর কাঁধের চোট এখনও সম্পূর্ণ সারেনি। তাই হ্যাজেলউডকে ছাড়াই মাঠে নামতে হবে আরসিবিকে। অপরদিকে, সানরাইজার্সের লড়াইটা কেবল সম্মানরক্ষার। প্রতিপক্ষের মনে ভয় ধরানো সানরাইজার্সের ওপেনিং জুটি ট্র্যাভিষেক এ মরশুমে তেমনভাবে চলেনি। ট্র্যাভিস হেড বা অভিষেক কারুরই মরশুমটা খুব একটা ভাল কাটেনি। কমেছে গড়, রানের পরিমাণ। এর সরাসরি প্রভাব পড়েছে সানরাইজার্সের পারফরম্যান্সে। তবে গত ম্যাচে হেডকে ছাড়াই জয় পেয়েছিল সানরাইজার্স।
করোনা আক্রান্ত হেড সঠিক সময়ে ফিরতে পারেননি বলে জানিয়েছিলেন সানরাইজার্স কোচ ড্যানিয়েল ভেত্তোরি। তবে এই ম্যাচে হেড ফিরবেন বলে আশা করাই যায়। অভিষেক ও হেড এই ম্যাচে নিজেদের বিধ্বংসী ফর্মে ফেরেন কি না, সেই দিকে নজর থাকবে। নজর থাকবে দলের বোলিং আক্রমণের দিকে এবং বিশেষ করে মহম্মদ শামির দিকে। তিনি এই ম্যাচে খেলেন কি না, সেটাই দেখার বিষয়।



















