Chahal Parent Test Positive: ফের এক ক্রিকেটারের পরিবারে করোনার হানা, আক্রান্ত একজন ভর্তি হাসপাতালে
ভারতীয় দলের লেগস্পিনার তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অধিনায়ক বিরাট কোহলির সেরা স্পিন-অস্ত্র যুজবেন্দ্র চাহালের পরিবারে করোনা হানা দিল। কোভিডে আক্রান্ত হয়েছেন যুজবেন্দ্র চাহালের বাবা ও মা দু'জনেই।
চণ্ডীগড়: ভারতীয় দলের লেগস্পিনার তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে অধিনায়ক বিরাট কোহলির সেরা স্পিন-অস্ত্র যুজবেন্দ্র চাহালের পরিবারে করোনা হানা দিল। কোভিডে আক্রান্ত হয়েছেন যুজবেন্দ্র চাহালের বাবা ও মা দু'জনেই। তাঁদের শরীরে কোভিডের অনেক উপসর্গই রয়েছে। চাহালের বাবার শারীরিক অবস্থা ভাল না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর মায়ের চিকিৎসা বাড়িতে থেকেই হচ্ছে।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে উথালপাতাল দেশ। স্থগিত করে দিতে হয়েছে আইপিএল। টুর্নামেন্টের বাকি অংশ কবে হবে, তা নিয়ে তীব্র ধোঁয়াশা। আইপিএল চলাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন কয়েকজন ক্রিকেটার। সেই সঙ্গে ক্রিকেটারদের পরিবারেও হানা দিয়েছিল কোভিড ১৯। আক্রান্ত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা ও মা। দিল্লি ক্যাপিটালসের স্পিনার আর অশ্বিনের পরিবারের বেশ কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার জেরে তিনি টুর্নামেন্ট থেকে সরেও দাঁড়িয়েছিলেন। কয়েকদিন আগেই মারা গিয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার চেতন সাকারিয়ার বাবা। এবার করোনার হানা ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহালের পরিবারে। চাহালের বাবা ও মা, দুজনেই করোনায় আক্রান্ত। বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। মায়ের চিকিৎসা বাড়িতেই চলছে। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এমনই জানিয়েছেন চাহালের স্ত্রী তথা পেশায় চিকিৎসক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা।
ইনস্টাগ্রামে ধনশ্রী লিখেছেন, ‘আমার শ্বশুর ও শাশুড়ি, দুজনেরই করোনার সম্পূর্ণ উপসর্গ ছিল। কোভিড-১৯ পরীক্ষা করার পর দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। শ্বশুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শাশুড়ির চিকিৎসা বাড়িতেই চলছে। সব ধরনের সতর্কতা নিয়েও শ্বশুর–শাশুড়ি করোনায় আক্রান্ত হয়েছেন। শ্বশুরকে ভর্তি করতে আমিও হাসপাতলে গিয়েছিলাম। করোনা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর, হাসপাতালে গিয়ে সেটা বুঝতে পারলাম।’ ইনস্টাগ্রামে সকলকে সুরক্ষিত থাকার ও পরিবারের যত্ন নেওয়ার কথা বলেছেন ধনশ্রী।
এ ছাড়াও ধনশ্রী আরও একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, আইপিএল চলাকালীন যখন যুজবেন্দ্র চাহালের সঙ্গে তিনি জৈব সুরক্ষা বলয়ে ছিলেন, সেই সময়ে তাঁর মা এবং ভাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশ্য এখন তাঁরা সুস্থ হয়ে উঠেছেন। সেই পোস্টে ধনশ্রী লিখেছেন, ‘যখন মা এবং ভাই করোনা পজিটিভ হল, তখন আমার পক্ষে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠেছিল। ওরা যখন পজিটিভ হয়েছে, আমি তখন আইপিএলের জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। খুব অসহায় বোধ করছিলাম। তবে ওরা সুস্থ হয়ে উঠেছে।’ কিন্তু এক কাকা এবং কাকিমাকে করোনায় হারিয়েছেন ধনশ্রী। সে কথাও তিনি এই পোস্টে জানিয়েছেন।