Kevin O'Brien Retirement: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির মালিক
৩৭ বছরের কেভিন অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
ডাবলিন: দশ বছর আগে ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। কেভিন ও'ব্রায়ান। আয়ার্ল্যান্ডের তারকা ক্রিকেটার ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১১ সালের বিশ্বকাপে তাঁর ইনিংসে ভর করে অঘটন ঘটিয়েছিল আয়ার্ল্যান্ড। ইংল্যান্ডের ৩২৭ রান তাড়া করে জিতেছিলেন আইরিশরা। বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিটি করেছিলেন কেভিন। সেই ম্যাচে ৬৩ বলে ১১৩ রান করেন কেভিন।
সেই কেভিন ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেন। ক্রিকেট থেকে ও’ব্রায়ানের অবসরের খবরটি নিশ্চিত করেছে আয়ার্ল্যান্ডের ক্রিকেট বোর্ড। অবসরের ঘোষণার বিবৃতিতে ও’ব্রায়ান লিখেছেন, ‘আয়ার্ল্যান্ডের হয়ে ১৫ বছর খেলার পর আমার মনে হয়েছে, এখনই সঠিক সময় সরে দাঁড়ানোর এবং ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে ১৫৩ ম্যাচে প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান ও সৌভাগ্যের। এই স্মৃতি সারা জীবন মনে থাকবে। ওয়ান ডে ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বলতে হয়, আমার মনে হয় না, অতীতের মতো আমি ওয়ান ডে দলে ভূমিকা রাখতে পারব। ওয়ান ডে ক্রিকেটের প্রতি আবেগ ও ভালোবাসা আর আগের মতো নেই।’
ওয়ান ডে-তে ও’ব্রায়ান দেশের হয়ে ১৫৩টি ম্যাচ খেলেছেন। যা আইরিশ ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। দুটি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি আছে কেভিনের। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ৩২.৬৮ গড়ে ১১৪টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৬ সালে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ও’ব্রায়ানের। ২০০৮ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় তাঁর। দেশের হয়ে তিনটি টেস্ট খেলেছেন কেভিন।
৩৭ বছরের কেভিন অবশ্য টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ২০০৬ সালে আয়ার্ল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিল। প্রতিপক্ষ ছিল ইংল্য়ান্ড। সেই ম্য়াচে খেলেছিলেন কেভিন। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। পরের ১৫ বছর টানা খেলে গিয়েছেন তিনি। কেভিনের দাদা নিয়াল ও'ব্রায়ানও আয়ার্ল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন।