IPL 2023: ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন, কেকেআরের বিরুদ্ধে নজিরও গড়লেন ঈশান কিষাণ
KKR vs MI: চলতি আইপিএলে ব্যাট হাতে নতুন নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণ।
মুম্বই: চলতি আইপিএলে ব্যাট হাতে নতুন নজির গড়লেন ঈশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ উইকেট কিপার ব্যাটার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে অর্ধশতরান হাঁকালেন। চলতি আইপিএলের চতুর্থ দ্রুততম অর্ধশতরান করলেন বাঁহাতি এই তারকা। ২১ বলে এদিন অর্ধশতরান পূরণ করেন ঈশান কিষাণ। নাইট রাইডার্সের স্পিন বোলার সুয়াশ শর্মার বলে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেন ঈশান কিষাণ। এর আগে বিজয় শঙ্কর ও কাইল মায়ার্সও ২১ বলে অর্ধশতরান করেছিলেন। তবে তালিকায় সবার ওপরে রয়েছেন নিকোলাস পুরান। আরসিবির বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। এরপর রয়েছেন অজিঙ্ক রাহানে। মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৯ বলে অর্ধশতরান করেছিলেন জিঙ্কস। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জস বাটলার। তিনি ২০ বলে পঞ্চাশের গণ্ডি পেরিয়েছিলেন।
এদিন ১৮৬ রান তাড়া করতে নেমেছিল মুম্বই। প্রথম একাদশে ছিলেন না রোহিত শর্মা। তাঁর বদলে এদিন দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ঈশানের সঙ্গে ব্যাট করতে নামেন হিটম্য়ান। ২ জনেই শুরু থেকে চালিয়ে খেলা শুরু করেন। তবে বেশি নির্দয় ছিলেন বাঁহাতি তরুণ। নিজের ২৫ বলে ৫৮ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি হাঁকান ঈশান কিষাণ।
ঝোড়ো সেঞ্চুরি বেঙ্কটেশের
এদিকে ঈশানের ইনিংসের আগে ওয়াংখেড়ে মাতালেন বেঙ্কটেশ আইয়ার। মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামলেই যেন জ্বলে ওঠেন মধ্যপ্রদেশের এই ব্যাটার। কেকেআরের জার্সিতে আইপিএলে রোহিতের দলের বিরুদ্ধে শেষ ৫৩, অপরাজিত ৫০, ৪৩ ও আজকের ম্য়াচে ১০৪। সেঞ্চুরির পরই মেরিডিথের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন বেঙ্কি। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৯টি ছক্কা হাঁকান কেকেআরের বাঁহাতি ওপেনার। চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন বেঙ্কটেশ। ৮৩ রানের ইনিংস খেলেছিলেন একটি ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে বেঙ্কটেশের গড় ৮৩.৩৩। এদিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেঙ্কটেশ। ইনিংসের ১৮ তম ওভারে রিভার্স স্যুইপ মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে অবশ্য এদিন ব্যক্তিগত ১৯ রানের মাথায় স্কুপ মারতে গিয়ে চোট পান। তবে টিমের ফিজিওর তত্ত্বাবধানে দ্রুত সুস্থ হয়ে ফের খেলা চালু করেন তিনি।
২০২১ সালে আইপিএলে অভিষেকের পর ১০ ইনিংসে ৩৭০ রান করেছিলেন বেঙ্কটেশ। স্ট্রাইক রেট ১২৮.৪৭। গড় ছিল ৪১.১১। বল হাতেও কামাল দেখাতে পারেন। সেই বছরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই দীর্ঘকায় অলরাউন্ডারের। দেশের জার্সিতে এখনও পর্যন্ত যদিও ধারাবাহিক হতে পারেননি। তবে বেঙ্কটেশ এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি খেলে ১৩৩ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ৫ উইকেট।