ATK MB: একই দিনে দুই তরুণ তুর্কিকে দলে নিয়ে ঘর গোছাল এটিকে মোহনবাগান
ISL News: এদিন ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিফেন্ডার আশিস রাই ও উইঙ্গার আশিক কুরুনিয়ানকে নেওয়া হচ্ছে।
![ATK MB: একই দিনে দুই তরুণ তুর্কিকে দলে নিয়ে ঘর গোছাল এটিকে মোহনবাগান ISL: ATK Mohun Bagan sign Ashique Kuruniyan and Asish Rai on long-term deals ATK MB: একই দিনে দুই তরুণ তুর্কিকে দলে নিয়ে ঘর গোছাল এটিকে মোহনবাগান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/e85ba7fd363c96dbc09029ee1f4d40fb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইএসএলে (ISL) আগামী মরসুমের জন্য দলবদলে নেমে পড়ল এটিকে মোহনবাগান (ATK MB)। গতবারের মতো এ বারও যে দল গোছানোর কাজটা ভাল ভাবেই শুরু করে দিয়েছে তারা, তা প্রথম ঘোষণাতেই বোঝাতে চাইছে গতবারের সেমিফাইনালিস্টরা।
এদিন ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ডিফেন্ডার আশিস রাই ও উইঙ্গার আশিক কুরুনিয়ানকে নেওয়া হচ্ছে। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি থেকে আশিসকে পাঁচ বছরের জন্য সই করাল এটিকে মোহনবাগান। অন্য দিকে বেঙ্গালুরু এফসি থেকে নিয়ে আসা হল ২৫ বছর বয়সি আশিককে। তাঁর চুক্তির মেয়াদও পাঁচ বছর।
২০১৯-এর সেপ্টেম্বরে হায়দরাবাদ এফসি-তে যোগ দেন ২৩ বছর বয়সি সিকিমিজ ফুটবলার আশিস। আইএসএলে ১৪টি ম্যাচ খেলেছেন তিনি। গতবার তিনি হায়দরাবাদের রক্ষণে অন্যতম সেরা স্তম্ভ হয়ে ওঠেন। এ বার এটিকে মোহনবাগান রক্ষণে প্রীতম কোটাল, শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গনদের অভিজ্ঞতার সঙ্গে জুড়বে আশিসের তারুন্য।
গতবার সেমিফাইনালে এটিকে মোহনবাগানকে দুই লেগেই হারায় হায়দরাবাদ। তাদের কাছেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সবুজ-মেরুন শিবির। সোমবার দুপুরে একটি ভিডিও বার্তায় আশিস বলেন, “এটিকে মোহনবাগানের হয়ে মাঠে নামা আমার স্বপ্ন ছিল। এখন এটাই আমার ‘হোম’। সবাই জানে এটা কত বড় ক্লাব এবং এই ক্লাবের সমর্থকেরা কতটা আবেগপ্রবণ। এই ক্লাবে অনেক বড় বড় ফুটবলার, কিংবদন্তিরা খেলে গিয়েছেন। আমার স্বপ্ন, তাঁদের একজন হয়ে ওঠা”।
আইএসএলে পাঁচ মরসুম খেলা হয়ে গিয়েছে আশিকের। মোট ৬৫টি ম্যাচ খেলেছেন, পাঁচটি গোল করেছেন ও পাঁচটিতে অ্যাসিস্ট করেছেন। ২০১৬-১৭ মরসুমে স্পেনের ক্লাব এফসি ভিয়ারিয়েলেও খেলে এসেছেন। ভারতীয় সিনিয়র দলের হয়ে তিনি প্রথম মাঠে নামেন ২০১৮-র জুনে, স্টিফেন কনস্টানটাইনের প্রশিক্ষণে। তার পর থেকে ভারতের হয়ে মোট ২৫টি ম্যাচ খেলেছেন, একটি গোল করেছেন ও ৫টি করিয়েছেন। কার্যকরী ফুটবলার হিসেবে পরিচিত আশিককে পেয়ে এটিকে শিবির আরও শক্তিশালী হল, বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: অ্যান্ডারসন-ব্রডের সামনে অগ্নিপরীক্ষা, নেটে শুধু পেসারদের খেলছেন কোহলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)