ISL 2022: আইএসএলে ডার্বির আগে চার গোল খেয়ে হারল এসসি ইস্টবেঙ্গল
Hyderabad FC vs SC East Bengal: ২৯ জানুয়ারি কলকাতা ডার্বি। তার আগে এই হার বড় ব্যবধানে হার এসসি ইস্টবেঙ্গলকে মানসিক ভাবে হয়তো অনেকটাই পিছিয়ে দেবে।
পানাজি: আইএসএলে (ISL 2022) ফের বড় ধাক্কা এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। ডিফেন্সের দুর্বলতা ভোগাল লাল-হলুদ শিবিরকে। তাদের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে সোমবার রাতে তিলক ময়দান স্টেডিয়ামে ৪-০ গোলে জিতল হায়দরাবাদ এফসি। তাদের নাইজিরিয়ান গোলমেশিন বার্থোলোমিউ ওগবেচে হ্যাটট্রিক করলেন। আইএসএলের চলতি মরসুমে এক ডজন গোল করে ফেললেন তিনি। সব মিলিয়ে আইএসএলে ৪৭ গোল হল তাঁর। সর্বোচ্চ স্কোরার ফেরান কোরোমিনাস ও সুনীল ছেত্রীকে ছুঁতে তাঁর দরকার আর একটি গোল।
এ দিন আগাগোড়া আধিপত্য বিস্তার করা ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। দু’টি গোল করেন ওগবেচে ও একটি করেন অনিকেত যাদব। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন নাইজিরিয়ান তারকা। চলতি লিগে গোলের সংখ্যার (২৫) দিক থেকে যেমন এক নম্বরে উঠে এল হায়দরাবাদ, তেমনই এই দাপুটে জয়ের ফলে লিগ টেবলেও তারা শীর্ষে উঠে এল। লিগের ছ’নম্বর হারের পরে এসসি ইস্টবেঙ্গল ফের নেমে গেল এগারো নম্বরে।
এই ম্যাচের পরেই ২৯ জানুয়ারি কলকাতা ডার্বি। তার আগে এই হার বড় ব্যবধানে হার এসসি ইস্টবেঙ্গলকে মানসিক ভাবে হয়তো অনেকটাই পিছিয়ে দেবে। মাত্র পাঁচ দিনের মধ্যে কী ভাবে নিজেদের মানসিক ভাবে চাঙ্গা করে তোলে তারা, সেটাই দেখার।
ম্যাচের ২১ মিনিটে শৌভিক চক্রবর্তীর কর্নার থেকে প্রথম গোল পান ওগবেচে। জটলার মধ্যে থেকে সবচেয়ে বেশি লাফিয়ে হেড করেন তিনি। বলের লাইনে থাকলেও অরিন্দমের বুকে লেগে বল গোলে ঢুকে যায়।
৪৪ মিনিটে ২-০ হয়। আদিল খান ক্লিয়ারেন্সে ব্যর্থ হলে সেই বল নিয়ে ওগবেচে বক্সে ঢুকে গোলে ঠেলে দেন। অরিন্দমের বিরুদ্ধে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় তাঁকে ধোঁকা দিয়ে গোল করতে ভুল করেননি। ৪৫ মিনিটে ফের গোল। বাঁ দিক দিয়ে উঠে কাট ইন করে দ্বিতীয় পোস্টে মাপা শট নেন অনিকেত যাদব এবং অরিন্দমকে ফের পরাস্ত করে বল পোস্টে লেগে গোলে ঢুকে যায়। ৭৪ মিনিটে ৪-০ হয়। সিভেইরোর গোলমুখী শট এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে বক্সের বাইরে ওগবেচের পায়ে এবং তিনি দূরপাল্লার শটে গোল করতে বিন্দুমাত্র ভুল করেননি।