ATKMB vs Odisha FC: লালকার্ড দেখলেন রয় কৃষ্ণ, ওড়িশার সঙ্গে ড্র এটিকে মোহনবাগানের
Indian Super League: ওড়িশা এফসি-র সঙ্গে ড্র করার সুবাদে আইএসএল-এ ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল এটিকে মোহনবাগান। এদিন জোড়া হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান রয় কৃষ্ণ।
ভাস্কো: আইএসএল-এর (Indian Super League) গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-র (Odisha FC) সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এই ড্রয়ের ফলে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল সবুজ-মেরুন ব্রিগেড।
আজ ওড়িশার সঙ্গে ম্যাচে পয়েন্ট নষ্ট করার পাশাপাশি রয় কৃষ্ণর লালকার্ড দেখা সবুজ-মেরুন শিবিরের পক্ষে বড় ক্ষতি। ৫৫ মিনিটে কার্ল ম্যাকহিউয়ের বদলে মাঠে নামেন কৃষ্ণ। ৫৮ মিনিটে তিনি হলুদ কার্ড দেখেন। এরপর সংযোজিত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লালকার্ড দেখে তাঁকে মাঠ ছাড়তে হয়।
আজ ম্যাচের পঞ্চম মিনিটেই গোল করে ওড়িশাকে এগিয়ে দেন রিডিম। অষ্টম মিনিটে সেই গোল শোধ করে দেন ইউরো কাপে খেলা জনি কাউকো। এরপর আর ম্যাচে কোনও গোল হয়নি। ওড়িশা অবশ্য গোলের একাধিক সুবর্ণ সুযোগ নষ্ট করে। ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন হাভি হার্ডান্ডেজ। ৮৮ মিনিটে লিরিডন ক্রাজনিকির শট ক্রসবারে লেগে ফিরে আসে। তার ফলে জয় পায়নি ওড়িশা।
এটিকে মোহনবাগানকে এদিন প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। রয় কৃষ্ণ, কিয়ান নাসিরি পরিবর্ত হিসেবে নেমেও দলকে জেতাতে পারলেন না। রবিবার পরের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। শেষ চারে যাওয়ার জন্য এই ম্যাচে জেতা জরুরি।
আজকের ম্যাচ জিততে পারলে ৩৩ পয়েন্ট নিয়ে শেষ চারে যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলত এটিকে মোহনবাগান। কিন্তু ড্র করে তারা সেই সুযোগ হারাল। এখন ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে হায়দরাবাদ এফসি। তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে জামশেদপুর এফসি। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা কেরল ব্লাস্টার্সও শেষ চারে যাওয়ার লড়াইয়ে আছে।