Team India: বিশাল অঙ্কের টাকা প্রাপ্য বোর্ডের, জট টিম ইন্ডিয়ার স্পনসরশিপ নিয়েও
BCCI: রেকর্ড অর্থে আইপিএলের (IPL) সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে শোরগোল ফেলে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের ক্রিকেট বোর্ড। তবে এক অদ্ভুত সমস্যায় পড়েছে বিসিসিআই (BCCI)।
মুম্বই: রেকর্ড অর্থে আইপিএলের (IPL) সম্প্রচার স্বত্ত্ব বিক্রি করে শোরগোল ফেলে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের ক্রিকেট বোর্ড। তবে এক অদ্ভুত সমস্যায় পড়েছে বিসিসিআই (BCCI)।
ভারতীয় দলের জার্সি যারা স্পনসর করে, এডুকেশন অ্যাপ সেই বাইজু সংস্থার কাছে বোর্ডের মোটা টাকা প্রাপ্য বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর। ভারতীয় বোর্ডের জার্সি স্পনসর এক শিক্ষামূলক অ্যাপ সংস্থা। ২০১৯ সাল থেকে তাদের সঙ্গে চুক্তি বোর্ডের। বছরে ১০ শতাংশ করে টাকা বাড়ানোর চুক্তি হয়েছিল।
এই বছর এপ্রিল মাসে চুক্তি সই হয় । ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি রয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত বোর্ড ওই সংস্থার কাছে ৮৬ কোটি ২১ লক্ষ টাকা পায় । যদিও এই অভিযোগ মানতে চায়নি সংশ্লিষ্ট সংস্থা ।
পাশাপাশি পাল্টে যেতে পারে ভারতীয় দলের মূল স্পনসরও । এই মুহূর্তে মূল স্পনসর হিসাবে যে সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের, তারা অন্য এক সংস্থাকে দায়িত্ব দিয়ে দেবে বলে জানা গিয়েছে । বোর্ডের সঙ্গে ২০১৯ সালে চার বছরের চুক্তি হয়েছিল তাদের । চার বছরে ৩২৬ কোটি ৮০ লক্ষ টাকার চুক্তি হয়েছিল । ম্যাচ প্রতি প্রায় তিন কোটি ৮০ লক্ষ টাকার সেই চুক্তি অন্য এক সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে ।
আরও পড়ুন: আইপিএল খেলে শিরোনামে এসেছিলেন, ভারতের দুই তরুণের জন্য এবার বড় সুযোগ
এ ব্যাপারে বোর্ডের অবস্থান এখনও স্পষ্ট করা হয়নি। বিসিসিআই আর কয়েক মাস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে অন্য কোনও সংস্থা যদি ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করতে রাজি হয়, তাহলে সেটাও ভেবে দেখা হবে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: বড় ধাক্কা ভারতীয় শিবিরে, হাঁটুর চোটে প্রথম ২ ম্যাচে নেই তারকা অলরাউন্ডার