এক্সপ্লোর
Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফি না-ও খেলতে পারে ভারত, হুমকি বোর্ড সভাপতির
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি-কে ঘুরপথে চাপ বিসিসিআইয়ের। লোঢা কমিটির সুপারিশ কার্যকর করলে ২০১৭-তে হয় আইপিএল, না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত। আজ এমনটাই জানালেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।
বিসিসিআই সভাপতি অনুরাগ বলেছেন, লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, একটি টুর্নামেন্ট শেষ হওয়া থেকে আরেকটি টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত ১৫ দিন সময় থাকতে হবে। যা আন্তর্জতিক ক্রিকেটে বাধ্যতামূলক। কিন্তু আইপিএল শেষ হবে মে মাসের শেষ সপ্তাহে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে জুনের প্রথম দিকে। ফলে দুটো প্রতিযোগিতায় খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা।
অনুরাগ লোঢা কমিটির সুপারিশকে ঢাল করলেও, বিসিসিআই সূত্রে খবর, আসলে আইসিসি-র উপর ঘুরিয়ে চাপ তৈরি করলেন অনুরাগ। তিনদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে দাবি জানায়, পাকিস্তানের সঙ্গে তারা একই গ্রুপে খেলবে না। আজ অনুরাগের এই বয়ান স্পষ্ট করেছে, আইসিসি তাদের দাবি না মানলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার পথ খোলা রাখছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement