এক্সপ্লোর
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি মেডেন ওভারের রেকর্ড বুমরাহর
এখনও পর্যন্ত তিনি ৯টি মেডেন ওভার করেছেন।

ছবি সৌজন্যে ট্যুইটার
ম্যাঞ্চেস্টার: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ফিল্ডিং করছে ভারত। শুরুতেই ব্যক্তিগত নজির গড়েছেন এই প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তিনি এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি মেডেন ওভারের রেকর্ড গড়ে ফেলেছেন। এখনও পর্যন্ত তিনি ৯টি মেডেন ওভার করেছেন। আজ এখনও পর্যন্ত চার ওভার বল করে একটি মেডেন সহ ১০ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন বুমরাহ।
এবারের বিশ্বকাপে মেডেন ওভার করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। তিনি আটটি মেডেন ওভার করেছেন। বুমরাহ যেভাবে বোলিং করছেন, তাতে তাঁকে টপকে যাওয়া আর্চারের পক্ষে কঠিন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























