Jay Shah on Sourav: বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেননি সৌরভ, জল্পনা ওড়ালেন জয় শাহ
Sourav Ganguly: সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ ছাড়ছেন না। ইস্তফা দেননি। জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ ছাড়ছেন না। বুধবার সন্ধেয় জল্পনা চললেও, সৌরভ আসলে ইস্তফা দেননি। জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। যাঁর আরেকটা পরিচয় হল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) পুত্র।
বুধবার বিকেলে সৌরভের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে সৌরভ লেখেন, '১৯৯২ থেকে ২০২২, ক্রিকেটে ৩০ বছরের সফর সম্পূর্ণ করে ফেললাম। সেই থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, এটা আপনাদের ভালবাসা ও সমর্থন দিয়েছে। এই দীর্ঘ সফরে যাঁরা আমাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন, এবং আজ আমি যেখানে সেখানে পৌঁছতে সাহায্য করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ'।
এরপরই সৌরভ ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, 'আজ আমি এমন কিছুর পরিকল্পনা করছি যা আমার মনে হয় প্রচুর লোককে সাহায্য করবে। আশা করছি আমার জীবনের এই নতুন অধ্যায়ে যখন প্রবেশ করছি, তখন আপনারা আমাকে সমর্থন করে যাবেন'।
সৌরভের ট্যুইটের পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে ওঠে। অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন এটা নিয়ে যে, কীসের ইঙ্গিত দিচ্ছেন সৌরভ? অনেক জায়গায় বলাবলি শুরু হয়ে যায় যে, সৌরভ কি তবে ক্রিকেট প্রশাসন ছাড়তে চলেছেন?
জল্পনা শুরু হয়ে যায় যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদ থেকে পদত্যাগ করেছেন সৌরভ। যদিও কোনও কোনও মহল থেকে এই খবরের সত্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। বলা হয়, এমনিতেই লোঢা কমিশনের সুপারিশ মেনে বোর্ডের সংশোধিত সংবিধানে প্রেসিডেন্ট পদে সৌরভের মেয়াদ এমনিতেই শেষ হয়েছে। সুপ্রিম কোর্টে ফের আবেদন জানিয়েছে বোর্ড আর সেই মামলা এখনও বিচারাধীন। এর মধ্যে কেন সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট পদে ইস্তফা দেবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
রাজনৈতিক মহলে অনেকেই মনে করেন যে, সৌরভকে বিজেপিতে আনার জন্য বরাবর সক্রিয় থেকেছেন অমিত শাহ। কয়েকদিন আগেই যিনি সৌরভের বাড়িতে এসে নৈশভোজ সেরে গিয়েছিলেন। রবিবার মোতেরা স্টেডিয়ামে সৌরভের সঙ্গে বসে আইপিএল ফাইনালও দেখেন অমিত। সৌরভ রাজনীতিতে যোগ দিলে সে খবর যে জয় শাহর কাছে থাকবে, বলাই বাহুল্য। যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে অমিত শাহ-পুত্র জানিয়ে দিয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট পদে ইস্তফা দিচ্ছেন না সৌরভ।
আরও পড়ুন: বোর্ড প্রেসিডেন্ট পদে ইস্তফা নয়, রাজ্যসভাতেও যাচ্ছেন না, ABP LIVE-কে জানাল সৌরভের দফতর