Jhulan Goswami: ৪১ পূর্ণ চাকদহ এক্সপ্রেসের, কীভাবে সামান্য বল গার্ল থেকে কিংবদন্তি হলেন ঝুলন?
Chakdah Express: শনিবার ৪১ পূর্ণ করলেন বাংলার কিংবদন্তি। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর জীবনের কিছু আকর্ষণীয় কাহিনি।
কলকাতা: ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) তো বটেই, বিশ্বক্রিকেটেও তিনি বরেণ্য। মহিলাদের ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা ফাস্টবোলারদের অন্যতম। ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালকিন। তিনি, ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। যাঁর জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। বায়োপিকের নাম রাখা হয়েছে, 'চাকদহ এক্সপ্রেস।' ঝুলনের নাম ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। শনিবার ৪১ পূর্ণ করলেন বাংলার কিংবদন্তি। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর জীবনের কিছু আকর্ষণীয় কাহিনি।
১. সাল ১৯৯৭। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছিল ঝুলনের হোমগ্রাউন্ড, ইডেন গার্ডেন্সে। অস্ট্রেলিয়া বনাম নিউজ়িল্যান্ডের সেই ম্য়াচে বল গার্ল ছিলেন ঝুলন। সামনে থেকে তারকা ক্রিকেটারদের দেখে ক্রিকেটকেই কেরিয়ার হিসাবে বেছে নেওয়ার স্বপ্ন দেখেন ঝুলন।
২. ২০০৭ সালে মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা হন ঝুলন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মহেন্দ্র সিংহ ধোনি। ঝুলন বলেছিলেন, সেটি তাঁর কেরিয়ারে আইসিং অন দ্য কেক।
৩. সাল ২০০৬। ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ে। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতে ভারত। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান ছিল ঝুলনের। দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেন ঝুলন। সেই একবারই টেস্টে ১০ উইকেট নেন তিনি।
৪. ক্যাথরিন ফিৎজপ্যাট্রিকের পর মহিলাদের ক্রিকেটে বিশ্বের দ্রুততম পেসার ঝুলনই। নিয়মিতভাবে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে বল করতেন ঝুলন।
৫. ১৫ বছর বয়সে ক্রিকেট খেলার শুরু। ভোর সাড়ে চারটেয় ঘুম থেকে উঠে ট্রেন ধরে কলকাতায় প্র্যাক্টিসে আসতেন। যা তাঁর বাড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে। এমনও হয়েছে যে তিনি ট্রেন ধরতে পারেননি। প্র্যাক্টিসে আসা হয়নি। কিন্তু হাল ছাড়েননি ঝুলন। বাবা-মা চাইতেন মেয়ে পড়াশোনায় মন দিক। আর ঝুলনের ধ্যান-জ্ঞান ছিল ক্রিকেট।
৬. মুখে সবসময় চওড়া হাসি। জাতীয় দলে ঝুলনের সতীর্থরা তাঁকে যে কারণে গজ়ি নামে ডাকতেন।
৭. খেতে ভালবাসেন চাইনিজ় পদ। ঝুলনের পছন্দের সিনেমা থ্রি ইডিয়টস। প্রিয় অভিনেতা আমির খান। প্রিয় অভিনেত্রী কাজল। প্রিয় খেলোয়াড় দিয়েগো মারাদোনা। বেড়াতে ভালবাসেন লন্ডনে।
আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।