INDW vs ENGW 3rd ODI: বল হাতে চার উইকেট নিলেন রেণুকা, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত
Renuka Singh: নির্ধারিত ১০ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে চার উইকেট নেন রেণুকা। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ দুই উইকেট নেন ঝুলন গোস্বামীও।
লন্ডন: মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে (INDW vs ENGW 3rd ODI) বোলিং করতে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তা সত্ত্বেও ১৬ রানে জয় ছিনিয়ে নিল ভারত। দলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন রেণুকা সিংহ (Renuka Singh)। তাঁর বোলিং পরাক্রমে ভর করেই এই ম্যাচ জিতে ইংল্যান্ডকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইওয়াশ করল ভারত।
অল্প রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই উইকেট নেওয়াটা ভীষণই জরুরি ছিল। দলের হয়ে ঠিক সেই কাজটিই করেন রেণুকা। ইংল্যান্ডের দুই ওপেনার এম্মা ল্যাম্ব (২১) ও ট্যামি বিউমন্টকে (৮) ফেরান তিনি। সোফিয়া ডাঙ্কলিও সাত রানে তাঁরই শিকার হন। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা ঝুলন গোস্বামী (Jhulan Goswami) পাঁচ রানে ফেরান অ্যালিস ক্যাপসিকে। ৬৫ রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ইংল্যান্ড। এই অবস্থায় দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক অ্যামি জোন্স। চার্লি ডিনের সঙ্গে মিলে অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করেন তিনি।
তবে বল হাতে নিয়েই আবারও ভারতকে সাফল্য এনে দেন রেণুকা। তিনি ২৮ রানে ফেরান জোন্সকে। কেট ক্রসকে ১০ রানে বোল্ড করে ইংল্যান্ডকে নবম ধাক্কাটি দেন ঝুলন। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েই নিজের স্পেল শেষ করেন ঝুলন। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ২৫৫ (সর্বাধিক)। শেষমেশ ১৫৩ রানেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায়। চার্লি ডিন ৪৭ রানে লড়াকু ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি ।
স্মৃতি, দীপ্তির লড়াই
আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী। ম্যাচের আগে আবেগতাড়িত হরমনপ্রীত কৌরকে কাঁদতেই দেখা যায়। এমনকী ঝুলনকে তিনি টস করতেও সঙ্গে নিয়ে যান। তব টসে হেরে প্রথমে ব্যাট করতেই নামতে হয় ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপাকে পরে ভারতীয় দল। ২৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ভারত। শেফালি এবং ইয়াস্তিকা উভয়েই শূন্য রানে আউট হন। হরমনপ্রীতও চার রানের বেশ করতে পারেননি। হার্লিন দেওল তিন রানে সাজঘরে ফেরেন।
পরপর উইকেট হারানোর পর অবশেষে পঞ্চম উইকেটে স্মৃতি ও দীপ্তি মিলে ভারতের হয়ে হাল ধরার চেষ্টা করেন। দুইজনে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে দুর্ভাগ্যবশত পুল শট মারতে গিয়ে ব্যাটের কাণায় বল লেগে ৫০ রানেই বোল্ড হন স্মৃতি। পূজা বস্ত্রকর ক্ষণিকের জন্য দীপ্তির সঙ্গে মিলে ফের একবার ভারতীয় ইনিংসকে পথে ফেরানোর চেষ্টা করেন বটে। দুইজনে সপ্তম উইকেটে ৪০ রান যোগ করেন। তবে পূজা ২২ রানে আউট হন। দীপ্তি কার্যত একাই লড়াই চালিয়ে যান। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। কেট ক্রস ইংল্যান্ডের হয়ে সর্বাধিক চার উইকেট নেন। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হন ঝুলন।
আরও পড়ুন: