এক্সপ্লোর
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেই ঝুলন

নয়াদিল্লি: চোট না সারায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলতে পারবেন না বাংলার পেসার ঝুলন গোস্বামী। তাঁর বদলে ভারতীয় দলে সুযোগ পেলেন সোনি যাদব। ঝুলনের মতোই চোট পেয়ে ছিটকে গিয়েছেন সুকন্যা পরিদা। তাঁর বদলে দলে এসেছেন মানসী জোশী। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এ মাসের ৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ হবে। র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা ভারতের সঙ্গে গ্রুপ এ-তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও তাইল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ ৭ তারিখ আয়োজক দেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার আগে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি গা ঘামানোর ম্যাচ খেলবে ভারত। দুটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল সুপার সিক্স পর্যায়ে যাবে। সুপার সিক্সের প্রথম চারটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















