এক্সপ্লোর
প্রয়াত প্রাক্তন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ

রিও ডি জেনেইরো: প্রয়াত প্রাক্তন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ। রিও ডি জেনেইরোর একটি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ১০০ বছর। অলিম্পিক চলাকালীন তাঁর প্রয়াণে ক্রীড়াবিশ্বে শোকের ছায়া। দু দশকেরও বেশি সময় ফিফা সভাপতি ছিলেন হ্যাভেলাঞ্জ। তাঁর হাত ধরেই ফিফার আর্থিক সমৃদ্ধি হয়। ব্যবসায়িক সাফল্যের দিক থেকে ফিফাকে বিশ্বের অন্যতম বৃহৎ লাভজনক সংস্থায় পরিণত হয় ফিফা। ১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ৬টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পালন করেছিলেন হ্যাভেলাঞ্জ। তাঁর আমলেই বিশ্বকাপে যোগ দেওয়া দলের সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়। মহিলা বিশ্বকাপও শুরু হয় হ্যাভেলাঞ্জ ফিফা সভাপতি থাকার সময়েই। ফিফা ছাড়াও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন হ্যাভেলাঞ্জ। মূলত তাঁর উদ্যোগেই অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায় রিও। তবে সাফল্যের পাশাপাশি একাধিক দুর্নীতির অভিযোগও ছিল হ্যাভেলাঞ্জের বিরুদ্ধে। যদিও তাঁর কোনও সাজা হয়নি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















