ICC Men's Cricketer Of Year: আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে নেই কোনও ভারতীয়, রয়েছেন কারা?
ICC Men's Cricketer Of Year: আইসিসির বর্ষেসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশিত হল। যদিও সেই দৌড়ে নেই কোনও ভারতীয়। গত বছর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত গিয়েছে।
দুবাই: আইসিসির বর্ষেসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশিত হল। যদিও সেই দৌড়ে নেই কোনও ভারতীয়। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি (shaheen afridi), ইংল্যান্ডের জো রুট (joe root) এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (kane williamson) মনোনীত হয়েছেন। গত বছর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত গিয়েছে। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে জিতিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ব্যাট হাতেও রান পেয়েছেন কিউয়ি অধিনায়ক।
পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের জন্য গত বছর দারুণ গিয়েছে। গোটা বছরে দুটি সেঞ্চুরি সহ ৪৪টি ম্যাচে ৫৬.৩২ গড়ে ১৯১৫ রান করেছেন। পাক উইকেটকিপারের ঝুলিতে ৫৬টি ডিসমিসাল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে ১৩২৬ রান করেছেন। ২৯ বছর বয়সী রিজওয়ান টেস্টে ৯ ম্যাচে ৪৫.৫০ গড়ে ৪৫৫ রান করেছেন। অন্যদিকে তাঁর দলের সতীর্থ শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল বাদ দিলে ৬ ম্যাচে ৭ উইকেট পেয়েছেন গোটা টুর্নামেন্টে। ২০২১ সালে ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। বাঁহাতি স্পিডস্টার গত বছর ৯ টেস্টে ৪৭ উইকেট নিয়েছিলেন।
অ্যাশেজে পরপর ৩ টেস্টে হেরে এই মুহূর্তে চাপে জো রুটের ইংল্যান্ড। কিন্তু ব্রিটিশ অধিনায়কের গত বছরটা দুর্দান্ত গিয়েছিল। রুট ২০২১ সালে ১৮ ম্যাচে ৫৮.৩৭ গড়ে ১৮৫৫ রান করেছেন। ঝুলিতে ৬টি সেঞ্চুরি। ২৯ টেস্ট ইনিংসে ১৭০৮ রান করেছেন ৬১ গড়ে।
আইসিসির গতবারের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের দৌড়ে বাটলার, মার্শ, রিজওয়ান। বুধবারই আইসিসির তরফে ৪ জনের নাম তালিকায় রাখা হয়েছে। তাঁরা হলেন, জশ বাটলার, মিচেল মার্শ, মহম্মদ রিজওয়ান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ( Rizwan )। ২৯ ম্যাচে করেছেন ১৩২৬ রান। গড় ৭৩.৬৬। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অন্যতম কারণ ছিল রিজওয়ানের দুর্দান্ত ফর্ম। ভারতের বিরুদ্ধে ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তিনি। উইকেটের পেছনেও দুর্দান্ত ছিলেন। এমনকী টুর্নামেন্টে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকও ছিলেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের উইকেট কিপার ব্য়াটার জশ বাটলার চলতি বছরের শুরুতেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। শ্রীলঙ্কা, পাকিস্তানের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছেন বাটলার।