এক্সপ্লোর
Advertisement
নয়া ধোনিকে পেয়ে গিয়েছে বিশ্ব ক্রিকেট, দাবি জাস্টিন ল্যাঙ্গারের, নামও নিলেন ওই ক্রিকেটারের
বিশ্বক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর নিজস্ব একটা পরিচিতি গড়ে তুলেছেন। শুধু উঠতি খেলোয়াড়রাই নন, বিভিন্ন দলের হয়ে খেলা ক্রিকেটাররাও তাঁর অনুরাগী। সবাই মনে করেন, ধোনির স্টাইল ও ব্যাটিংয়ের ধরণ একেবারেই ভিন্ন, যা অন্য কারুর পক্ষে অনুকরণ করা সম্ভব নয়।
নয়াদিল্লি: বিশ্বক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি তাঁর নিজস্ব একটা পরিচিতি গড়ে তুলেছেন। শুধু উঠতি খেলোয়াড়রাই নন, বিভিন্ন দলের হয়ে খেলা ক্রিকেটাররাও তাঁর অনুরাগী। সবাই মনে করেন, ধোনির স্টাইল ও ব্যাটিংয়ের ধরণ একেবারেই ভিন্ন, যা অন্য কারুর পক্ষে অনুকরণ করা সম্ভব নয়। যদিও অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের ধারণা এক্ষেত্রে অন্য রকমের। তিনি মনে করেন, ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার বিশ্বক্রিকেটের নতুন মহেন্দ্র সিংহ ধোনি।
ল্যাঙ্গার বলেছেন, জস একজন অবিশ্বাস্য খেলোয়াড়। ওকে ব্যাটিং করতে দেখতে আমার ভালো লাগে। ও বিশ্ব ক্রিকেটের নয়া এমএস ধোনি।
অজি কোচ আরও বলেছেন, আমার আশা, ও আমাদের বিরুদ্ধে খাতা খুলতে পারবে না। আমি ওকে সমারসেটে দেখেছি। ও অবিশ্বাস্য অ্যাথলিট ও ফিনিসার।
উল্লেখ্য, ধোনি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিনিসার হিসেবে অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। ভারতকে বহু ম্যাচে স্মরণীয় জয় এনে দিয়েছে প্রাক্তন অধিনায়কের ব্যাটিং। এগুলির মধ্যে অনেক ম্যাচেই জয় এসেছে একেবারে শেষ ওভারে। এজন্য ধোনি অন্যতম সেরা ফিনিসার হিসেবে পরিচিত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement