এক্সপ্লোর
আজহারকে নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারালেন জ্বালা

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে শাটলার জ্বালা গুট্টার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছড়িয়েছে। আর এ নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন ভারতের ব্যাডমিন্টন-সুন্দরী জ্বালা। সুরাতে একটি স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়েছিলেন জ্বালা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আজহারের সঙ্গে সম্পর্ক সংক্রান্ত প্রশ্ন শুনে ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, ‘এটা গুজব। আমাকে একই প্রশ্ন বারবার করা হয় কেন? আমি তো আগেই বলেছি, এটা একেবারেই গুজব’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















