Asian Games: ফের তিরন্দাজিতে সাফল্য, ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি সুরেখা
Asian Games 2023: চলতি এশিয়ান গেমসে ব্যক্তিগত ও দলগত বিভাগ মিলিয়ে মোট তিনটি সোনা জিতে নিলেন জ্যোতি সুরেখা।
হাংঝৌ: ১তম এশিয়ান গেমসের (Asian Games 2022) ১৪ দিনে প্রথম সোনা এল ভারতের ঘরে। মহিলাদের সিঙ্গেলসে কমপাউন্ড তিরন্দাজিতে সোনা জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam)। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষকে ১৪৯-১৮৫ স্কোরলাইনে হারালেন জ্যোতি। এটি চলতি এশিয়ান গেমসে তাঁর তৃতীয় স্বর্ণপদক।
চলতি এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগ ও মিক্সড কমপাউন্ডে আগেই সোনা জিতেছিলেন জ্যোতি। এবার ব্যক্তিগত বিভাগেও সোনা জিতে নিলেন তিনি। চাওয়ান সোর বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা এল তাঁর ঝুলিতে। এই জয়ের সুবাদে ফের একবার প্রমাণ হয়ে গেল, কেন তাঁকে বিশেষজ্ঞরা দেশের সেরা তিরন্দাজ হিসাবে গণ্য করেন।
🥇Compound Archer No. 1🥇#KheloIndiaAthlete @VJSurekha wins gold🥇 after defeating Korea with a score of 149-145 at the #AsianGames2022 🤩🥳
— SAI Media (@Media_SAI) October 7, 2023
With this, Jyothi has won a total of 3️⃣ Gold at AG👌🏻🌟
Super proud of you, champ!! Keep Shining🌟#Cheer4India#JeetegaBharat… pic.twitter.com/SmvgAj8NZn
অবশ্য এটি ভারতের জন্য দিনের প্রথম পদক নয়। এর আগে তিরন্দাজিতেই ভারতকে দিনের প্রথম পদক এনে দেন অদিতি স্বামী গোপীচাঁদ (Aditi Swami Gopichand)। তিনি মহিলাদের কমপাউন্ড তিরন্দাজির ব্রোঞ্জ পদকের ম্যাচে ইন্দোনেশিয়ার রাঠি জিলিজাতিকে ১৪৬-১৪০ স্কোরলাইনে পরাজিত করেন। এই দুই তারকাই ভারতীয় মহিলা দলের সদস্য হিসাবে ইতিমধ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সোনা জিতেছিলেন।
দলগত বিভাগে ভারতীয় জ্যোতিরা চিনা তাইপেকে হারিয়ে সোনা জিতেছেলন এবার ব্যক্তিগত বিভাগেও তাঁদের সাফল্যের ধারা অব্যাহত রইল। এই দুই পদকের সুবাদে ভারত ঐতিহাসিক শততম পদক জয়ের দিকে আরও কিছুটা এগিয়ে গেল। কিছুক্ষণ বাদেই ভারতের ঝুলিতে আরও দুই পদক আসতে চলেছে। তাও আবার তিরন্দাজি থেকেই।
কমপাউন্ড তিরন্দাজিতে পুরুষদের সিঙ্গেলস বিভাগের ফাইনালে দুই ভারতীয় তিরন্দাজ ওজাস দেওতালে এবং অভিষেক ভার্মা একে অপরের মুখোমুখি হবেন। ফলে সেই প্রতিযোগিতা থেকে ভারতের দুই পদক ইতিমধ্যেই নিশ্চিত। এবার দেখার বিষয় দুই তারকা মধ্যে কোন তারকা কী পদক জেতেন। প্রসঙ্গত, ভারতীয় পুরুষ দলও কিন্তু কমপাউন্ড তিরন্দাজিতে ইতিমধ্যেই সোনা জিতেছে। তাই ওজাস এবং অভিষেক, উভয়ের সামনেই দ্বিতীয় স্বর্ণপদক জয়ের হাতছানি রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দীর্ঘ ৪১ বছরের শাপমোচন, এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতলেন প্রণয়