IPL 2021: আইপিএলে এবার পার্পল ক্যাপের দৌড়ে কে কে, দেখে নিন এক নজরে
IPL 2021: প্রথম ম্যাচে মুখােমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল।
দুবাই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখােমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আমিরশাহিতে ২২ গজের লড়াই শেষেই এই মরসুমের আইপিএল বিজেতা কে, তা বোঝা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন কোন কোন বোলার-
জসপ্রীত বুমরা: বিশ্বের অন্যতম সেরা বোলার। আইপিএলের সবচেয় সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন এই গুজরাতের পেসার। ৫ বার টুর্নামেন্টের ইতিহাসে জয় পেয়েছে মুম্বই। গত মরসুমে মুম্বই চ্যাম্পিয়ন হয়েছিল। আর খেতাব জয়ের পেছনে বুমরার অবদান অনস্বীকার্য। ১৫ ম্যাচে মোট ২৭ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। গত বছর অল্পের জন্য যদিও পার্পল ক্যাপ জিততে পারেননি তিনি। চলতি মরসুমে বুমরা মুম্বইকে ফের একবার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেও পার্পল ক্যাপের অন্যতম দাবিদার।
কাগিসো রাবাদা: দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার তারকা পেসারও এবছর পার্পল ক্যাপ পাওয়ার অন্যতম দাবিদার। প্রতি বছরের মতই এবছরও প্রথম লেগে আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। দিল্লির বোলিং লাইন আপের ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন রাবাদা এর আগে। গত বছর ১৭ ম্যাচে মোট ৩০ উইকেট তুলে নিয়েছিলেন রাবাদা। গত মরসুমে পার্পল ক্যাপও জিতেছিলেনন রাবাদা। এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দিল্লি।
রশিদ খান: সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ধারাবাহিক বোলার। তারকা এই অফগান স্পিনার হায়দরাবাদ বোলিংয়ের অন্যতম অস্ত্রও। টি-টোয়েন্টি ক্রমতালিকায় বোলারদের তালিকায় ২ নম্বরে রয়েছেন রশিদ। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পারফর্ম করেছেন রশিদ। শেষ মরসুমে ১৫ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন রশিদ। এই মুহূর্তে তাঁর দেশের সামগ্রিক পরিস্থিতি ভাল নয়। আমিরশাহিতে যদি আইপিএলে মাঠে নামেন, তবে পার্পল ক্যাপের অন্যতম দাবিদার থাকবেন তিনিও।
এছাড়াও এই তালিকায় রয়েছে যুজবেন্দ্র চাহাল, আনরিচ নর্টজের মত নামকড়া বোলাররাও।