Khelo India Youth Games: দেখতে হল দুটো লাল কার্ড, ৯ জনে খেলেও গোয়ার বিরুদ্ধে ৩-০ জয় বাংলার
Bengal vs Goa: প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে পাল্টা আক্রমণের চেষ্টা করে গোয়া। এরই ফাঁকে বাংলার শাহজাদ গাজী ও রোহন সাহা খারাপ ট্যাকেলের জন্য় লাল কার্ড দেখেন।
চেন্নাই: খেলো ইন্ডিয়া যুব গেমসে (Khelo India Youth Games) দুরন্ত শুরু করল বাংলার ফুটবল দল। ৯ জনে খেলেও শেষ পর্যন্ত গোয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল তারা। চেন্নাইয়ের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে হওয়া এই ম্য়াচে এদিন শুরু থেকেই বাংলার ফুটবলাররা আক্রমণ করছিলেন বারবার প্রতিপক্ষের বক্সে। যার ফল চলে আসে প্রথমার্ধের ২০ মিনিটের মাথায়। শিভম মুণ্ডার গোলে এগিয়ে যায় বাংলা দল। খেলার ৩৯ মিনিটের মাথায় বাংলার হয়ে ব্যবধান বাড়ান সুরেশ ওঁরাও। প্রথমার্ধে আর কোনও দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে শুরুতে পাল্টা আক্রমণের চেষ্টা করে গোয়া। এরই ফাঁকে বাংলার শাহজাদ গাজী ও রোহন সাহা খারাপ ট্যাকেলের জন্য় লাল কার্ড দেখেন। যার ফলে দ্বিতীয়ার্ধে অনেকটা সময় বাংলাকে ৯ জনে খেলতে হয়। কিন্তু তাতে জয় আটকায়নি। বরং খেলার ৮০ মিনিটের মাথায় বাংলার অধিনায়ক শান্তনু নস্কর দলের হয়ে তৃতীয় গোলটি করে ফেলেন। এরপর আর কোনও দল গোল করতে পারেনি। গোয়া বারবার আক্রমণে উঠে আসার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার শক্তিশালী ডিফেন্স ভেদ করতে পারেনি তাদের স্ট্রাইকাররা।
প্রথম ম্যাচে ছেলেদের খেলায় খুশি বাংলার কোচ অমিত ঘোষ। তিনি জানান পরিকল্পনা মাফিক খেলে জয় হাসিল করেছে বাংলার ছেলেরা। শান্তনু নস্করের গোলটি দর্শনীয় , বিশেষ প্রশংসার দাবি রাখে সুরেশ ওঁরাও। প্রতিটি ছেলেই চমৎকার খেলেছে। রেফারিং নিয়ে বিশেষ কিছু না বললেও কোচ জানান, ''দারুণ একটা ম্য়াচ হল। ছেলেরার প্রস্তুতি সেরেছিল ভালভাবে। একটা ম্যাচে বাংলার বিরুদ্ধে দুটি লাল কার্ড ও পাঁচটি হলুদ কার্ড! তবে এ সত্বেও বাংলা জিতেছে। ছেলেরা দারুণ লড়াই করেছে।'' বাংলার পরের ম্যাচ বৃহস্পতিবার ওড়িশার বিরুদ্ধে।
এএফসি এশিয়ান কাপে ফের হার ভারতের
এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup 2024) ফের হার ভারতের (Indian Football Team )। সিরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে যেতে হল সুনীল ছেত্রীর দলকে। এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2024) সেমিফাইনালে জায়গা করে নিতে সিরিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতেই হত ভারতকে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় সিরিয়া। যেই গোল আর শোধ করতে পারেনি ভারতীয় দল। অন্যদিকে, সাত বছর পরে এএফসি এশিয়ান কাপে প্রথম কোনও ম্যাচ জিতল সিরিয়া।