এক্সপ্লোর
Advertisement
লিউকেমিয়ায় আক্রান্ত দুঃস্থ শিশুদের জন্য অর্থ-সংগ্রহে নাইট-বাহিনী
কলকাতা: খেলার মাঠে রূদ্রমূর্তি! মাঠের বাইরে সহানুভূতিশীল! কলকাতা নাইট রাইর্ডার্সের প্রথম দিকটির সঙ্গে সকলেই পরিচিত। বৃহস্পতিবার, তাঁদের প্রিয় দলের দ্বিতীয় দিকটির সঙ্গেও পরিচিত হল শহরবাসী।
লিউকেমিয়ায় আক্রান্ত দুঃস্থ শিশুদের সহায়তায় এগিয়ে এল কেকেআর-বাহিনী। সেই লক্ষ্যেই কলকাতার ঐতিহ্যপূর্ণ রয়্যাল ক্যালকাটা গল্ফ কোর্সে গল্ফের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিল নাইটরা।
বুধবার রাতে ইডেন গার্ডেন্সে পঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেওয়ার পর এদিন সকালেই দলের প্রধান কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অল-রাউন্ডার জাক কালিসের নেতৃত্বে কেকেআর দল পৌঁছে যায় গল্ফ কোর্সে। তাঁকে সঙ্গ দেন দলের সিইও তথা এমডি ভেঙ্কি মাইসোর, জেসন হোল্ডার, ব্র্যাড হগ, মর্নি মর্কেল, কলিন মুনরো, ক্রিস লিন, সাইমন কাটিচ। ছিলেন ফিজিও অ্যান্ড্রু লিপাস এবং ট্রেনার অ্যাড্রিয়ান লা রূ। পরে সন্ধ্যেবেলা যোগ দেন অধিনায়ক গৌতম গম্ভীরও।
এদিন কালিস বলেন, যখন আপনি কোনও চ্যারিটিতে গিয়ে অসুস্থ শিশুদের দেখেন, তখন আপনার মনে হতে বাধ্য যে জীবনটা স্রেফ ক্রিকেট নয়। এরা তো জীবনের জন্য লড়াই করছে। তখন কোনও ম্যাচের অতি-গুরুত্বপূর্ণ অংশও লঘু বলে মনে হয়। সেখান থেকেই জন্ম ‘পাট ফর এ কজ’-ভাবনার। যার মাধ্যমে একইসঙ্গে শরীর ও মন দুই-ই ফুরফুরে হবে এবং একইসঙ্গে দুরারোগ্য রোগে আক্রান্ত দুঃস্থ শিশুদের চিকিৎসায় সহায়তা হবে।
নিজে গল্ফ খেলতে ভালবাসেন। তাই সকলকে সামনে থেকে উদ্বুদ্ধ করেন কালিস। কালিস বলেন, ক্রিকেটের বাইরে থাকলে আমি গল্ফ নিয়েই মেতে থাকি। গল্ফ আমাকে চাপমুক্ত হতে সাহায্য করে।
ছবিতে দেখুন: পঞ্জাব-বধের পরের দিন গল্ফে মজল নাইট-বাহিনী
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement